বিশ্বে চলছে সামরিক শক্তির প্রতিযোগিতা

Armsনোবেলজয়ী ব্রিটিশ দার্শনিক বারট্রান্ড রাসেল বলেছেন, ‘যুদ্ধ নির্ধারণ করতে পারে না কে সঠিক।’ তার পরও আছে যুদ্ধ, তার জন্য বিশাল প্রস্তুতিও।
কার কত সামরিক শক্তি তা নিয়ে অনেকেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। কোন দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হলে কে জিতবে, তা নিয়েও চলে তুমুল বিতন্ডা। যদিও সেসব দেশের সামরিক শক্তি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া খুবই কঠিন, তবু শক্তিমত্তা নিয়ে বড়াই সব সময়ই আছে।
গ্লোবাল ফায়ারপাওয়ার নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের সেরা ১০০টি সামরিক শক্তিধর দেশের তালিকা প্রকাশ করেছে গত শনিবার। তবে পারমাণবিক অস্ত্রের হিসাব এই তালিকায় নেই। স্থল-জল ও আকাশ পথে কার কত সামরিক শক্তি তা নিয়েই শক্তির বিচার করা হয়েছে। আর নৌবাহিনীর শক্তির বিচার করা হয়েছে যুদ্ধহাজাজের ওজনের হিসাব দিয়ে।
একনজরে ক্রমানুসারে ১০টি দেশের সামরিক শক্তির হিসাব:
১. যুক্তরাষ্ট্র
সেনা সংখ্যা : ১৪ লাখ
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৩৪ লাখ ১৫ হাজার ৮৯৩ টন
যুদ্ধবিমান : ১৩ হাজার ৮৯২টি
ট্যাঙ্ক : ৮ হাজার ৮৪৮টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৫৭৭ বিলিয়ন মার্কিন ডলার
২. রাশিয়া
সেনা সংখ্যা : ৭ লাখ ৬৬ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৮ লাখ ৪৫ হাজার ৭৩০ টন
যুদ্ধবিমান : ৩ হাজার ৪২৯টি
ট্যাঙ্ক : ১৫ হাজার ৩৯৮টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৬০ বিলিয়ন মার্কিন ডলার
৩. চীন
সেনা সংখ্যা : ২৩ লাখ ৩৩ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৭০ লাখ ৮ হাজার ৮৬ টন
যুদ্ধবিমান : ২ হাজার ৮৬০টি
ট্যাঙ্ক : ৯ হাজার ১৫০টি
সামরিক ব্যয় : প্রতি বছর ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার
৪. ভারত
সেনা সংখ্যা : ১৩ লাখ ২৫ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৩১ লাখ ৭ হাজার ৭৭২ টন
যুদ্ধবিমান : ১ হাজার ৯০৫টি
ট্যাঙ্ক : ৬ হাজার ৪৬৪টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৩৮ বিলিয়ন মার্কিন ডলার
৫. যুক্তরাজ্য
সেনা সংখ্যা : ১ লাখ ৪৭ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৩৬ লাখ ৭ হাজার ৭৫০ টন
যুদ্ধবিমান : ৯৩৬টি
ট্যাঙ্ক : ৪০৭টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৫২ বিলিয়ন মার্কিন ডলার
৬. ফ্রান্স
সেনা সংখ্যা : ২ লাখ ৩ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৩ লাখ ১৯ হাজার ১৯৫ টন
যুদ্ধবিমান : ১ হাজার ২৬৪টি
ট্যাঙ্ক : ৪২৩টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৪০ বিলিয়ন মার্কিন ডলার
৭. দক্ষিণ কোরিয়া
সেনা সংখ্যা : ৬ লাখ ২৪ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ১ লাখ ৭৪ হাজার ৭১০ টন
যুদ্ধবিমান : ১ জাহার ৪১২টি
ট্যাঙ্ক : ২ হাজার ৩৮১টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৩৩ বিলিয়ন মার্কিন ডলার
৮. জার্মানি
সেনা সংখ্যা : ১ লাখ ৮৯ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ২ লাখ ৪২ হাজার ৫০৮ টন
যুদ্ধবিমান : ৬৬৩টি
ট্যাঙ্ক : ৪০৮টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৪০ বিলিয়ন মার্কিন ডলার
৯. জাপান
সেনা সংখ্যা : ২ লাখ ৪৭ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ৪ লাখ ১৩ হাজার ৮০০ টন
যুদ্ধবিমান : ১ হাজার ৬১৩টি
ট্যাঙ্ক : ৬৭৮টি
সামরিক ব্যয় : প্রতি বছর ৪২ বিলিয়ন মার্কিন ডলার
১০. তুরস্ক
সেনা সংখ্যা : ৪ লাখ ১১ হাজার
টনের হিসাবে নৌবাহিনীর ক্ষমতা : ১ লাখ ৪৮ হাজার ৪৪৮ টন
যুদ্ধবিমান : ১ হাজার ২০টি
ট্যাঙ্ক : ৩ হাজার ৭৭৮টি
সামরিক ব্যয় : প্রতি বছর ১৮ বিলিয়ন মার্কিন ডলার
বিসনেস ইনসাইডার অনলাইন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button