বেঁচে নেই ব্রিটিশ গোয়েন্দা কাহিনীর লেখিকা

Best-selling British crime writer Ruth Rendellমারা গেলেন ব্রিটিশ ডিটেকটিভ কাহিনীর খ্যাতনামা লেখিকা রুথ রেনডেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত জানুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর শনিবার সকালে মৃত্যু হয় তার। রুথ রেনডেলের মৃত্যুর পর তার প্রকাশক এদিন জানান, রুথের পরিবার চায়নি তার মৃত্যুর খবরটা পাঁচকান হোক।  তাদের কাছে বিষয়টা খুবই ব্যক্তিগত। ওনার মৃত্যুতে আমরা শোকস্তব্ধ।
রুথ রেনডেলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অপরাধমূলক কাহিনীর আর এক খ্যাতনামা লেখক ভ্যাল ম্যাকডারমিড।
৬০টির ওপর উপন্যাস লিখেছেন রুথ রেনডেল।  একাধিকবার ভূষিত হয়েছেন ‘মিস্ট্রি রাইটার অব আমেরিকান গ্রেট শর্ট স্টোরিজ’ সম্মানে।  রেনডেলের কাহিনীর সবচাইতে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হলেন ইন্সপেক্টর ওয়েক্সফোর্ড৷
নানা রুদ্ধশ্বাস প্লটে তৈরি ক্রাইম কাহিনীগুলোতে ছোট্ট শহরের পুলিশ অফিসার ওয়েক্সফোর্ড অনেক জটিল সমস্যার জট ছাড়িয়েছেন৷ তাকে নিয়ে রুথ রেনডেলের প্রথম কাহিনী প্রকাশিত হয় ১৯৬৪ সালে৷
ফ্রম ডুন টু ডেথ৷ কৈশোরকালের গোপন লেসবিয়ান সম্পর্ক, আর তারই সূত্র ধরে হত্যাকাণ্ড৷ রহস্যভেদ করেছিলেন ইন্সপেক্টর ওয়েক্সফোর্ডই৷ এই বই প্রকাশের পর থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন রুথ রেনডেল৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button