অবশেষে নিউ জিল্যান্ডেও সমলিঙ্গের বিয়ে!

Newদুধের দেশ নিউজিল্যান্ডও সমলিঙ্গ বা নারীতে নারীতে বিয়ের অনুমোদন দিলো। সমলিঙ্গের বিয়েকে আইনগত অধিকার দেয়ার ব্যাপারে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রথম এবং গোটা পৃথিবীতে ১৪তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো এই দেশটি। এরই বহিঃপ্রকাশ হিসেবে খুব শিগগিরই দেশটিতে গে ওয়েডিং বা সমলিঙ্গের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।নিউ জিল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমলিঙ্গের ৩১ জোড়া নারী ও পুরুষ বিয়ে করতে যাচ্ছে আজ সোমবার।গত এপ্রিল মাসে দেশটির সংসদ ১৯৫৫ সালের বিবাহ আইন সংশোধন করার পরই এ ব্যাপারটি ঘটতে যাচ্ছে।সমলিঙ্গের বিয়ের আইনগত অনুমোদন চেয়ে অনেক দিন ধরেই আন্দোলন চলছিলো নিউজিল্যান্ডে। এতে বাধা দিচ্ছিলো ক্রিশ্চিয়ান লবি গ্রুপগুলো। রক্ষণশীল লবি গ্রুপ ‘ফ্যামিলি ফার্স্ট’ এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, বিবাহ আইন সংশোধনের ব্যাপারটি ছিলো ‘সংস্কৃতি বিনষ্টকারী এক উদ্ধত সিদ্ধান্ত’ যাতে জনগণের সমর্থন ছিলো না। অপরদিকে ‘ক্যাম্পেইন ফর ম্যারিজ ইকুয়ালিটি’ নামের সংগঠনটি জানিয়েছে, ঐতিহাসিক অবিচারের সমাপ্তি ঘটিয়েছে এ রায়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button