সমীক্ষা ম্যাগাজিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

Somikkaনিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সমীক্ষা’ ম্যাগাজিনের   সুচনা সংখ্যার  প্রকাশনা উৎসব বুধবার  ৮ এপ্রিল পূর্ব লন্ডনে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ‘সমীক্ষা’ পাঠক ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত প্রকাশনা  সভায় সভাপতিত্ব করেন সঙ্গটনের সভাপতি খতিব মাওলানা তাজুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল। অনুষ্ঠানে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক কবি ফরিদ আহমদ রেজা, ডঃ আবুল কালাম আজাদ এবং অধ্যাপক আব্দুল কাদির সালেহ। সুন্দর, আকর্ষণীয় কভার এবং সাড়ে তিনশ পৃষ্ঠার উপরে এই ম্যাগাজিনে রয়েছে দেশ- বিদেশের প্রায় ১০১জন লেখকের বিভিন্ন ধরণের লেখা।
এতে স্থান পেয়েছে ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, জীবনধর্মী, স্মৃতি কথা, ধর্ম বিয়ক, কবিতা, গল্প, ছড়া এবং বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ। আমন্ত্রিত অথিতিরা ম্যাগাজিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রবাসের ব্যস্ত জীবনে এধরণের একটি ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সেজন্য ম্যাগাজিনের সম্পাদক এবং সংশ্লিষ্ট সবাইকে বক্তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। ম্যাগাজিন নিয়মিত প্রকাশের জন্য আর্থিক এবং লেখকদের বিভন্ন লেখা দিয়ে সহায়তা  করতে সবাইকে অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ম্যাগাজিনের সম্পাদক রশীদ জামীল এবং অন্যান্য কর্মকর্তারা আমেরিকা থেকে এক ফোন বার্তায় উপস্থিত সবাইকে  ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, আব্দুল কাদির আল মাহদি, মাওলানা শরীফ আহমদ, কবি সিহাবুজ্জামান কামাল, সাংবাদিক ইব্রহিম খলিল, শিব্বির আহমদ, মোঃ এনামুল হক, অধ্যাপক মজাম্মেল হোসেন, আমিরুল ইসলাম, লেখক আবু সুফিয়ান, সালমান আহমদ, নুমান আহমদ, মোঃ আন্দুল করিম, মোঃ নাজিম উদ্দিন, কে ইসলাম, আব্দুর রহিম, মোহাম্মদ জুবায়ের, সুফি সুহেল আহমদ, সাইদ, জয়দেব শুঁখর রায় প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button