৯ দিনে ৫১ লাশ

Oboসারা দেশে ব্যাপক সহিংসতা, নাশকতা, বিপুল প্রাণহানি ও আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮ দলের ডাকা ১৩১ ঘণ্টার টানা অবরোধ। আজ একদিনের বিরতি শেষে আগামীকাল থেকে তৃতীয় দফায় ফের ৭১ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিরোধী জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী এ অবরোধ চলবে। দু’দফা অবরোধে সারা দেশে এ পর্যন্ত ৫১ জন প্রাণ হারিয়েছেন। প্রথম দফা তিন দিনের অবরোধে নিহত হয়েছেন ২২ জন। দ্বিতীয় দফা ১৩১ ঘণ্টা অবরোধের ৬ দিনে সারা দেশে প্রাণ হারিয়েছেন অন্তত ২৯ জন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সহস্রাধিক। এদিকে দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, রেললাইন উৎপাটন ও লঞ্চে আগুন দেয়ার ঘটনা ঘটে। ফেনীতে বুধবার পুলিশের গুলিতে আহত রিকশাচালক মফিজুর রহমান গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজধানীর সায়েদাবাদে বাসে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করলে ঘুমন্ত হেলপার হাসান মারাত্মক দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাস-ট্রেনের পর এবার আগুন দেয়া হয়েছে লঞ্চেও।
বুধবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা ঘাটে বেঁধে রাখা এমভি নড়িয়া-১, এমভি সুরেশ্বর-১, সহ তিনটি লঞ্চে টায়ার জ্বালিয়ে আগুন দেয় অবরোধকারীরা। মালিবাগে দুর্বত্তরা ককটেল নিক্ষেপ করলে এনটিভির এক গাড়িচালক গুরুতর আহত হন। জয়পুরহাটে রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় উত্তরাঞ্চলের সঙ্গে ৪ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। সিলেটে রেলস্টেশনের আউটার সিগন্যালে আগুন ধরিয়ে দিয়ে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেয় অবরোধকারীরা। আখাউড়ায় টিকিট কাউন্টার ও পাওয়ার স্টেশন ভাঙচুর করে দুর্বৃত্তরা। গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার মোটরসাইকেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ঝাড়ু মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এ সময় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর কাউন্সিলর আলী আজম সিদ্দিকী ও মির্জাপুর থানার ওসিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। নীলফামারীর ডোমারে বুধবার রাতে দুর্বৃত্তরা খুন করেছে জালালউদ্দিন নামে এক বিএনপি নেতাকে। চট্টগ্রাম নগরীতে ও কুড়িগ্রামে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারী। পাহাড়তলীর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেয় অবরোধকারীরা। রাজধানী শাহবাগে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দু’দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ফেনীতে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি, সংঘর্ষে ঝিনাইদহে ৫০০ ও গাজীপুর শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে পুলিশ। এরশাদকে গ্রেপ্তার করা হলে রংপুরের পাঁচ লাখ মানুষ স্বেচ্ছায় কারাবরণ ও অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে রংপুর জেলা জাতীয় পার্টি। আজ শুক্রবার দেশের তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে অবরোধের ষষ্ঠ দিনে ব্যাপক সংঘর্ষ হয়েছে জয়পুরহাট, কুড়িগ্রাম, নারায়গঞ্জ,  লক্ষ্মীপুর, গাজীপুর, কক্সবাজার, নাটোর, নওগাঁ, গাইবান্ধা, চাঁদপুর, খুলনা, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, দিনাজপুরসহ অন্তত ২০ জেলায়। সংঘর্ষে আগামীকাল সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে ফরিদপুর নগরকান্দা-শালথা উপজেলা বিএনপি। এদিকে বিএনপি দাবি করেছে, অবরোধের শেষ দিন পুলিশের গুলিতে ১ জন নিহত, ৪৭৯ জন আহত, ২১২ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া ৩৯৩ জনকে গ্রেপ্তার ও ২১০০ এর অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। টানা অবরোধে কাবু হয়ে পড়েছে দেশ। অবরুদ্ধ অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি অলিগলিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যদের। রাতভর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে টহল দিয়েছে বিজিবি। জলকামান ও রায়ট কার নিয়ে পুলিশ টহল দেয় রাজপথে। আতঙ্কিত মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button