লন্ডনের ফিনসবেরি পার্ক মসজিদে চা-বিস্কুট দিয়ে অতিথি আপ্যায়ন

রোমে থাকলে যদি রোমানদের মতো আচরণ করতে হয়, তাহলে লন্ডনে থেকে ব্রিটিশদের মতো অতিথি আপ্যায়নে দোষ কোথায়? বিশ্বের বিভিন্ন অঞ্চলে যখন কতিপয় মুসলিম নামধারী নাশকতা চালাচ্ছে সেই সময়েই ইসলামকে চেনানোর জন্য একেবারে নতুন পথ ধরলেন লন্ডনের ফিনসবেরি পার্ক মসজিদের ভারপ্রাপ্তরা৷
একমুখ হাসি নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ আলী সাঈদ৷ কৌতূহলী চোখে যারাই তাকাচ্ছেন তার দিকে, সবাইকেই সাদরে আহ্বান জানাচ্ছেন তিনি৷ বলছেন, ‘আসুন না, একবার দেখেই যান ভিতরটা৷ বিশ্বাস করুন, আমাদের কাছে কোনো বোমা নেই।’
মোহাম্মদ আলী সাঈদের কথায় ভরসা করে যারা এই মসজিদের ভিতরে ঢুকেছেন, তারা কেউই ঠকেননি৷ প্রথমেই আরামদায়ক চেয়ারে বসিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়েছে ধোঁয়া ওঠা চায়ের কাপ৷ চায়ের সাথে ‘টা’ হিসেবে দামী বিস্কুটও৷ ঠিক এভাবেই অতিথিকে স্বাগত জানিয়ে থাকেন ব্রিটিশরা৷
এর পর অতিথিদের হাতে পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ তুলে দিয়ে মসজিদ কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করেছে, পবিত্র ওই ধর্মগ্রন্থে এমন কোনো কথাই বলা নেই যার সাফাই দিয়ে নির্বিচারে প্রাণ নাশ করা যেতে পারে৷
সম্প্রতি, ইংল্যান্ডে বসবাসকারী ইসলামী আদর্শে বিশ্বাসীদের একাংশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের সিদ্ধান্ত নিয়েছেন৷ তারা মনে করছেন, একদল কট্টরপন্থীর আচরণের জন্য সারা বিশ্বের কাছে তাদের পরম শ্রদ্ধার ইসলামের ভাবমূর্তি ভীষণভাবে ুন্ন হচ্ছে৷ তাই, পারস্পরিক ভাবনা-চিন্তার আদানপ্রদান শুরু করেছেন তারা৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button