লন্ডনে বিবিসি সদর দফতরের সামনে বিএনপির বিক্ষোভ

UK BNPবাংলাদেশে গণতন্ত্রের দাবিতে বিএনপির যুক্তরাজ্য শাখা স্থানীয় সময় সোমবার বিকেলে লন্ডনে বিবিসির সদর দফতরের সামনে বিক্ষোভ করেছে। কনকনে শীত উপক্ষো করে বিএনপির কয়েক ডজন কর্মী মধ্য লন্ডনের নর্থ রিজেন্ট স্ট্রিটে বিবিসির সদর দফতরের বাইরে সমবেত হন। এ সময় তারা সরকার বিরোধী শ্লোগানসহ প্লাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ‘গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই’ স্লোগান দিতে থাকেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে সম্প্রচারের ওপরে নিষেধাজ্ঞার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশে কারো কোন নিরাপত্তা নেই। সরকার খুন-গুমের ত্রাস সৃষ্টি করেছে। মিডিয়ায় তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা দিয়ে সরকার সকল ফ্যাসিবাদের মাত্রা অতিক্রম করেছে বলে তারা দাবি করেন।
তারা আরো বলেন, বর্তমান সরকার অবৈধ। এই গণবিচ্ছিন্ন সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সেক্রেটারিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button