কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌর মেয়র কারাগারে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হবিগঞ্জ পৌর মেয়র জি কে গাউস আদালতে আত্মসমর্পন করেছেন। রবিবার সকাল ১১টায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আখতারের আদালতে তিনি আত্মসমর্পন করেন।
এসময় আদালতে গাউসের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে গাউসকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে গউসের সমর্থকরা রাস্তায় বেরিয়ে ভাঙচুর করতে শুরু করে। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ জাতীয় উপদেষ্টা পরিষদ সদস্য শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরশনের মেয়র আরিফুল হক, হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউসসহ নতুন ১১ জনকে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দেয়া হয়। এরপর থেকে মেয়র আরিফ ও জিকে গউস আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button