জিঅ্যান্ডআর অধিগ্রহণ করল জেনেক্স

GRগ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস লিমিটেড (জিঅ্যান্ডআর) অ্যাড নেটওয়ার্ককে অধিগ্রহণ করছে শীর্ষস্থানীয় আইটিসি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। জিঅ্যান্ডআর সোমবার এই ঘোষণা দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক জেনেক্স বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সেবাদানকারী প্রতিষ্ঠান। জিঅ্যান্ডআর অ্যাড নেটওয়ার্ক ৩ বছর আগে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত সফলভাবে বাংলা ওয়েবসাইটগুলোয় ১০০ কোটিরও বেশি বিজ্ঞাপন পরিবেশন করেছে। এগুলো বাংলাদেশে গুগল নেটওয়ার্কের প্রদর্শিত অ্যাডের পরিমাণকেও ছাড়িয়ে যাবে। গুগলের সনদধারী একমাত্র অ্যাডসেন্স ও অ্যাডওয়ার্ডসের অংশীদার এ প্রতিষ্ঠানের বাংলাদেশে কর্মপরিচালনার জন্য রয়েছে ১২ শতাধিক কর্মী। আগামী ২ বছরে দেড় কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
জেনেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান ইমাম বলেন, ‘জিঅ্যান্ডআরের ইঞ্জিনিয়ারিং টিম বা প্রকৌশলী দল এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের একমাত্র ডাটা প্রডাক্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। সেই সাথে এর বিজনেস টিম বা ব্যবসায়িক দলও দেশের ও আন্তর্জাতিক অনেকগুলো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব তৈরি করেছে। আমাদের কোম্পানিগুলোর মধ্যে আমরা অনেকগুলো মিল খুঁজে পাই। আমাদের সম্মিলিত ব্যবসাকে এগিয়ে নিতে আমরা নতুন বিনিয়োগ অব্যাহত রাখব।’
জিঅ্যান্ডআরের প্রধান নির্বাহী ন্যাশ ইসলাম বলেন, বাংলাদেশের আইটি ব্যবসা খাতকে সমৃদ্ধ করে তুলতেই জিঅ্যান্ডআরের যাত্রা শুরু হয়েছিল। এ অধিগ্রহণ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায় হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button