৪০ সালা দস্তারবন্দী সম্মেলন সুন্দরভাবে আয়োজিত হলে এর কৃতিত্ব সকলের

Dorgah Madrasaজামেয়া ক্বাসিমুল উলুম দরহাহে হযরত শাহজালাল (রহ:) সিলেট-এর ৪০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন সফলের লক্ষ্যে পায়রা সমাজ কল্যাণ সংস্থা, অর্নব ও দরগাহ মহল্লাহ এলকার গণমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪০ সালা দস্তারবন্দী বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা গতকাল বুধবার জামেয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ৪০ সালা দস্তারবন্দী মহা সম্মেলন শুধু মাত্র দরগাহ মাদ্রাসার জন্য গুরুত্বপূর্ন নয় বরং সারা সিলেটবাসীর জন্য গৌরবের বিষয়। এ সম্মেলনে সৌদি আরব, পাকিস্তান, ভারত, লন্ডন ও আমেকিাসহ দেশ-বিদেশের শীর্ষ পর্যায়ের উলামায় কেরাম  উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলনটি সুন্দরভাবে আয়োজন করতে পারলে তার কৃতিত্ব সকলের হবে। উক্ত কার্যক্রমে  সকলের স্বতষ্ফুর্ত অংশ গ্রহণ জরুরী।
দস্তারবন্দী সম্মেলনের পৃষ্টপোষক শায়খুল হাদিস মাওলানা মহিব্বুল হক গাছবাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী। মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দস্তারবন্দী বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দরগাহ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম জাকারিয়া, পায়রা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ডা. এ. সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, এডভোকেট মিশকাতুল নূর, মুফতি শামীম আহমদ, সৈয়দ জাহাঙ্গীর আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দস্তারবন্দী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সৈয়দ রেজওয়ান আহমদ, মুফতি ছাব্বির আহমদ, মুফতি আব্দুল খাবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button