দুর্ঘটনায় আহতদের হজ পালনে সহায়তা করবে সৌদি সরকার

Khaledমক্কার হারাম শরিফে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন মক্কার গভর্নর ও পবিত্র দুই মসজিদের উপদেষ্টা খালেদ আল ফয়সাল।
শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন তিনি। খালেদ আল ফয়সাল বলেন, ”পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাঁদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।” এ ছাড়া গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
মসজিদুল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩৮ জন। এদের মাঝে ২৮ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন সূত্র। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির মধ্যে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে সৌদি সিভিল ডিফেন্স টুইটারে এ তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button