মার্কিন-বিরোধী নিষেধাজ্ঞা বিলে সই করলেন পুতিন

Putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা বিলে সই করেছেন। যেসব দেশ বা ব্যক্তি রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে গত সোমবার সই করা এ নিষেধাজ্ঞা বিল কার্যকর হবে।
এর আওতায় রুশ সরকার এবং অনুমোদিত কর্তৃপক্ষ এসব দেশের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা স্থগিত করতে পারবে। এছাড়া, আমদানি-রপ্তানি বাণিজ্য সীমিতকরণের পাশাপাশি আরো নানা রকম ব্যবস্থা নিতে পারবে।
রাশিয়ার অর্থনৈতিক স্বার্থকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়ার লক্ষ্যে দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বিলের খসড়া তৈরি করেন। গত এপ্রিল মাসে রুশ সংসদের সবগুলো ককাশেতে এ বিল পাস করা হয় এবং  মে মাসের শেষ নাগাদ তাতে রুশ সংসদ সদস্যরা অনুমোদন দেন।
এর আগে গত ৬ এপ্রিল মার্কিন অর্থমন্ত্রী স্টিভ নুচেইন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তাতে কয়েকজন রুশ ধনকুবের, তাদের মালিকানাধীন ১২টি কোম্পানি ও ১৭ জন সরকারি শীর্ষ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি রাশিয়ার সরকারি অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button