পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত লাউয়াছড়া, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ পর্যটন স্পটগুলো

Sylপর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ সহ পর্যটন স্পটগুলো। এছাড়া চা বাগান, উঁচু-নিচু পাহাড়, ঘন জঙ্গল, খনিজ গ্যাসকূপ, আনারস, লেবু, পান, আগর ও রাবার বাগান দিয়ে সাজানো অদ্ভুত সুন্দর স্থানটির নাম কমলগঞ্জ উপজেলা। এখানে রয়েছে বৈচিত্রময় নৃ-জনগোষ্ঠীর বসবাস। পর্যটন এলাকা কমলগঞ্জ ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। পর্যটকদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ বেশকিছু রিসোর্ট রয়েছে। ইতিমধ্যে অনেক হোটেল মোটেল এবং হীড বাংলাদেশের রেস্ট হাউজে অগ্রিম বুকিং চলছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা যান্ত্রিক শহরের একটু ক্লান্তি দূর করতে চারদিকে সবুজ বনানী পাহাড়-লেক, জলধারা ও চা বাগান ঘেরা মনোরম প্রকৃতির লীলাভূমি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ছুটে আসবেন। এখানে চা বাগান, খাসিয়া পুঞ্জি, লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার, আনারস, লেবু বাগান, মাধবপুর লেক, মাগুরছড়া গ্যাসকূপ, পানপুঞ্জি, হামহাম জলপ্রপাত, লাউয়াছড়ায় ভেষজ উদ্ভিদের বাগান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি¯Íম্ভ সহ অনেক দর্শনীয় স্থান রয়েছে। চা বাগানের এক ভিন্ন পরিবেশ। চারপাশে মাইলের পর মাইল সবুজের সমারোহ। কাটিং করা চা গাছগুলো কখনো সাগরের ঢেউ, কখনো বিশাল কোনো সবুজ মাঠ মনে হয়। চা গাছের ফাঁকে ফাঁকে একটি বিশেষ দূরত্বে হাজার হাজার ছায়া তরু দাঁড়িয়ে। শাখা-প্রশাখায় রঙবেরঙের পাখির কলকাকলি বর্ণাতীত শ্রæতিমধুর।
ঈদের ছুটিতে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যরে অপার লীলীভূমি কমলগঞ্জের পর্যটন স্পটগুলোতে দেশী-বিদেশী পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন পর্যটন সংশিøষ্টরা। মানুষের জীবনে বিনোদন ছাড়া কিছুতেই স্বচ্ছন্দ বোধ করতে পারেনা। সারাদিন কাজের শেষে অথবা একটা সময় নিয়ে একটু ঘুরাফেরা কিংবা ভ্রমন করলে শরীর ও মন দু‘টোই ভাল লাগে। তাই হয়তো ভাবতে পারেন  যাবেন কোথায়? ভাবনার কিছুই নেই। ছোট্ট বাংলাদেশে রয়েছে অনেক বিনোদনের স্থান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button