ওবামার ঈদ শুভেচ্ছা

Obamaযুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলমানদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মিশেল এবং আমি আমাদের উষ্ণ শুভেচছা জানাই। গত মাসে মুসলমানগণ প্রার্থনা এবং সেবা, উপবাস এবং প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়েছে। হোয়াইট হাউসে চলতি বছরের ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রের অনেক মুসলমানের মধ্যে কিছু সংখ্যকের সাথে সময় কাটিয়ে আমি গর্বিত যারা আমাদের গণতন্ত্রকে সমৃদ্ধ এবং অর্থণীতিকে শক্তিশালী করেছেন। আমাদের মধ্যে অনেকে আমাদের মুসলমান বন্ধু এবং সহকর্মীর সাথে রোজা ভঙ্গ করার সুযোগ পেয়েছেন। এ এক ঐতিহ্য যা আমাদের আর্শীবাদের জন্য কৃতজ্ঞ হতে এবং আমাদের মধ্যে কম সৌভাগ্যবানদের প্রতি সমবেদনা দেখাতে স্মরণ করিয়ে দেয়। এই কম সৌভাগ্যবানদের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ সিরীয় যারা তাদের বাড়ীঘর, পরিবার এবং প্রিয়জনদের বাস্তচ্যুত রেখে রমজান পার করেছে। এই ঈদ-উল-ফিতরে চাহিদাগ্রস্ত অনেক সিরীয়ানদের সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৯ কোটি ৫০ লক্ষ ডলার খাদ্য সহায়তা প্রতি অন্যান্য মানব সহায়তা প্রদান করছে যার ফলে চলমান সমস্যার শুরুর থেকে সিরিয়ান জনগণের পতি আমাদের মানবিক অবদান একশো কোটি ডলারের উর্ধ্বে উন্নীত হয়েছে । লক্ষ লক্ষ আমেরিকানের জন্য ঈদ আমেরিকার অনেকগুলো প্রথার অন্যতম চমৎকার নিদর্শন এবং আমি সকল মুসলমানদের এক আশীর্বাদময় এবং আনন্দঘন ঈদ উদযাপন কামনা করছি। ঈদ মুবারক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button