১ মাসে বিও অ্যাকাউন্ট বেড়েছে ৫৯,০০০

দেশের উভয় শেয়ারবাজারে ধীরে ধীরে বাড়ছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। অন্যদিকে, প্রতিমাসেই কোন না কোন নতুন কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে। এই দুই কারণে সাধারণ বিনিয়োগকারীরাও বাজারমুখী হতে শুরু করেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়েছে বিও হিসাব খোলার ক্ষেত্রেও। গত এক মাসে শেয়ারবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে প্রায় ৫৯ হাজার। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ৫৮,৮০৩টি বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৯২,৩৬০টি। যা গত ১৭ই আগস্ট ছিল ২৮ লাখ ৩৩,৫৫৭টি। আর ৩রা সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বিও হিসাবের সংখ্যা ৩৭,৫৮৬টি বেড়ে দাঁড়িয়েছিল ২৮ লাখ ৭১,১৪৩টি। অন্যদিকে ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ২৩,২৩টি। যা গত ১৭ই আগস্ট ছিল ২০ লাখ ৮৩,১১১টি। এছাড়া নারী বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯,৩০৬টি। যা ১৭ই আগস্টে ছিল ৭ লাখ ৪০,৫১৫টি। ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় বিও হিসাবধারীর সংখ্যা বেড়ে হয়েছে ২৭ লাখ ৪১,৮৫৭টি। আর ১৭ই আগস্টে ছিল ২৬ লাখ ৮৪,৮৪৪টি। এ সময়ে প্রবাসী বিনিয়োগকারীর বিও হিসাব সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪০,৪৭২টি। যা আগস্টে ছিল ১ লাখ ৩৮,৭৮২টি। একই সঙ্গে বেড়েছে কোম্পানি বিও হিসাবের সংখ্যা। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানি বিও হিসাব ছিল ১০,০৩১টি। যা ১৭ই আগস্টে ছিল ৯৯৩১টি। বাজার বিশ্লেষকরা বলেন, ২০১০ সালে বাজার ধসের পর অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে তাদের বিও হিসাব নবায়ন করেননি। তবে সমপ্রতি বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকায় তারা আবার সচল হচ্ছেন। এ ছাড়া বাজারে অনেক নতুন কোম্পানি আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত হচ্ছে। তাই আইপিওর মাধ্যমে শেয়ার কিনতেও অনেকে নতুন বিও হিসাব খুলেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button