ছাতক যুব সংস্থা ইউকের ইফতার মাহফিল

Bishwaছাতকের ঐতিহ্যবাহী সংগঠন ছাতক যুব সংস্থা ইউকের উদ্যোগে এক  আলোচনা সভা ও ইফতার মাহফিল বুধবার বিকলেইনের সাজনা রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের নব নির্বাচিত সভাপতি জয়নুল আবিদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম  এ আব্দুল কাদির ও ছাতক যুব সংস্থার প্রতিষ্ঠিাতা সহ সভাপতি সলিসির শাহ মিসবাহুর রহমানের যৌথ পরিচালনা অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক যুব সংস্থার প্রতিষ্ঠাতার সভাপতি ছানাওর আলী কয়েস।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যাডো ডিএফ আইডি মিনিস্টার রোশনারা আলী এমপি, জিএলএ মেমবার জন বিগস, বিসিসির ফাইন্যান্স ডাইরেক্টর মহিব চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কাউন্সিলার আবদাল উল্যাহ, সাবেক কাউন্সিলার আইয়ুব কমর আলী, ব্যারিস্টার মো: ফজলুল হক, বিসিএর সাংগঠনিক সম্পাদক ফজল উদ্দিন, বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির পরিচালক রফিক হায়দার, সংগঠনের সাবেক সভাপতি মাস্টার মোশাহিদ আলী,  প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আসহাব আলী,  রাজনীতিবীদ ও যুব সংস্থার সদস্য আকতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ  চৌধুরী, নুরুল ইসলাম এমবিই, গয়েছুর রহমান গয়াছ, মো: নজির, প্রতিষ্ঠাত সাংগঠনিক  সম্পাদক মোসাহিদ আলী  ও কোষাধ্যক্ষ নানু মিয়া  প্রমুখ।  সভায় প্রধান অতিথির বক্তব্যে রোশনারা আলি এমপি ছাতক যুব সংস্থাকে একটি শক্তিশালী সংগঠন উল্লেখ্য করে বলেন আগামীতে ছাতকের শিক্ষা স্বাস্থ্য দারিদ্র বিমোচন ও সামাজিক সমস্য সমাধানে এ সংগঠন গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।  সভায় সংগঠনের নেতৃবৃন্দবলেন ছাতকের শিক্ষা উন্নয়নে এ সংগঠন অতিতে ছাতকের বন্যা দুর্গত ৪৪টি গ্রামে নগদ প্রায় ৮ লক্ষ টাকা বিতরন করে এবং ছাতকের ১১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরকিরনে ৫ বছর মেয়াদে ১১  জন শিক্ষক সংগঠনের খরচে নিয়োগ দেয়। এসব শিক্ষক পরবর্তীতে সরকারী শিক্ষক হিসেবে বিভিন্ন স্কুলে শিক্ষা দান করছেন। বক্তারা বলেন ছাতক যুব সংস্থা বর্তমানে  ছাতকের শিক্ষা ও দারিদ্র বিমোচনে একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে এতে তারা প্রবাসী সকল ছাতরে বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান  জানান।   সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ সৈয়দ এনামুল হক, আনিসুজ্জামান আজাদ, সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ুম,  সাপ্তাহিক বাংলা সংলাপের সম্পাদক মোসাহিদ আলী, তাজ উদ্দিন, মাসুক মিয়া পির, হাজী আলাউদ্দিন, আব্দুল হান্নান, আতাউর রহমান আঙ্গুর মিয়া, ফুল মিয়া, আমিরুল হক  জমির, গয়াস মিয়া, ছাতক সুরমা যুব পরিষদের সভাপতি লিলু মিয়া তালুকদার, ছাতক দোয়ারা যুব পরিষদের সভাপতি আজরফ আলী নুর, বিশিষ্ট মুরবধ্বী জগমবর আলী, গয়াস আলী, কমিউনিটি নেতা ছানু মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী আঙ্গুর আলী, সংগঠনের সহসধারণ সম্পাদক আব্দুর মালিক কুটি, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আলী আহছান, সদস্য আব্দুল মতিন, কবির আহমদ, সুলতান আলী,  বাহার উদ্দিন, গোলাম কিবরিয়া চুনু, মদবিধ্বর আলী, সোহেল মিয়া, জয়নাল আবেদীন, আকতার আলী, আব্দুর রউফ, আব্দুস সহিদ, হাফিজুল ইসলাম, আবেদীন আহমদ সানু, বেলাল আহমদ, খালিস মিয়া, আব্দুল জলিল, লেবার পার্টির এক্টিভিস্ট মাহফুজ ফারুক, ব্রিকলেইন জামে মসজিদের ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান, মাওলানা সাইফুল আলম সিদ্দীকী, রাজনৈতিবীদ আওলাদ আলী রেজা, যুব নেতা সাবিধ্বর আহমদ ময়না, আশরাফুল ইসলাম হিরা, মাখন মিয়া, আতাউর রহমান  আতা, আনসার মিয়া প্রমূখ ।  সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির জন্য শান্তি কামনা করেন মুফতি মাওলানা আব্দুল অদুদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button