‘স্বাধীন’ স্কটল্যান্ডের খসড়া সংবিধান প্রকাশ

Nicolaস্কটল্যান্ডের স্থানীয় সরকার স্বাধীনতা প্রশ্নে গণভোটের আগেই একটি খসড়া সংবিধান প্রকাশ করেছে। স্থানীয় সংসদে এটি অনুমোদন লাভ করলে আগামী ২৪ মে থেকে তা কার্যকর হবে। একইসঙ্গে ১৮ সেপ্টেম্বরের গণভোটে স্বাধীনতার পক্ষে বেশি ভোট পড়লে এই সংবিধানটিই নয়া স্বাধীন রাষ্ট্রের স্থায়ী সংবিধান হিসেবে রয়েছে।
স্কটিশ ডেপুটি ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন এ বিষয়ে বলেছেন, “একটি লিখিত সংবিধান আরও ভালো একটি স্কটল্যান্ড গড়ার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। জাতীয় পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিখিত সংবিধান।”
খসড়া সংবিধানে বলা হয়েছে- স্কটল্যান্ডের জনগণ হচ্ছে স্বার্বভৌম। সরকার চলবে স্বাধীন সংসদীয় গনতন্ত্রের ভিত্তিতে এবং রানি হবেন রাষ্ট্রের প্রধান। বর্তমান পতাকাই জাতীয় পতাকা হিসেবে থাকবে। স্কটিশ সংসদ জাতীয় সঙ্গীত বাছাই করতে পারবে।
সাম্প্রতিক জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে জনসমর্থন ক্রমেই বাড়ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button