রানাকে বাদ দিয়েই মামলার অনুমোদন

অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে বহুল আলোচিত সাভারের রানাপ্লাজার মালিক রানার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এতে রানার নাম নেই। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে মামলার অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা।
দুদক জানায়, অবৈধ ও নকশাবহির্ভূতভাবে অনুমোদিত ছয়তলা ভবনকে দশতলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। রানা প্লাজা ভবনটি রানার বাবার নামে থাকায় রানাকে এ মামলার আসামি করা হয়নি। যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন- রানার বাবা আব্দুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার  পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আর্কিটেস্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ  হোসাইন, সাভার পৌরসভার  মেয়র  মো. রেফাতউল্লাহ, সাভার  পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার  পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক  মো. আব্দুল  মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যান্টম এপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের  চেয়ারম্যান মো. আনিসুর রহমান। দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম এ অভিযোগ অনুসন্ধান করবেন। এছাড়া পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টেলিটকের ডিজিএম আবুল কালামসহ ২ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে কমিশন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button