শর্ত সাপেক্ষে কনভেনশনের অনুমতি, প্রধান অতিথি খালেদা জিয়া

বুকিং বাতিলের পর শর্ত সাপেক্ষে আবার সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশন করার অনুমতি দিয়েছে পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ এ খবর নিশ্চিত করেছেন। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। ডিএমপি’র তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শর্ত সাপেক্ষে সম্মেলন করার অনুমতি দেয়া হয়েছে। পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা সম্মেলন কেন্দ্রের ভেতরে সম্মেলন করতে পারবেন, তবে বাইরে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হবে এবং রাস্তায় আইনশৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ করতে পারবে না- এসব শর্তে তাদের সম্মেলনের অনুমতি দেয়া হয়েছে। এদিকে বেলা একটার দিকে সম্মেলন কেন্দ্রের ফটকগুলো খুলে দেয়া হয়েছে। এর পরই পেশাজীবী পরিষদের একটি দল কেন্দ্রে প্রবেশ করে। উল্লেখ্য, আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনের বুকিং বাতিল করে কর্তৃপক্ষ। অনুষ্ঠানকে ঘিরে সম্মেলন কেন্দ্রসংলগ্ন রাস্তা ও ফটকগুলোতে দাঙ্গা দমনের উপকরণসহ বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ভেন্যু বাতিল হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যথাসময়ে সম্মেলনে যাওয়ার ঘোষণা দেন পেশাজীবী নেতারা। কনভেনশনের আহ্বায়ক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সাংবাদিকদের বলেন, আমরা এক মাস আগে হল বুকিং দিয়েছি। এখন হুট করে তা বাতিল করলেই আমরা তা মেনে নেব না। যথাসময়ে প্রধান অতিথিকে নিয়ে কনভেনশনস্থলে যাবো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button