ব্রিটেনে মুসলমানদের সর্ববৃহৎ কবরস্থান তৈরির উদ্যোগ

UKব্রিটেনের মুসলমানদের জন্য একটি বিশাল কবরস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে যেটি বাস্তবায়িত হলে তা হবে দেশটির মুসলমানদের বৃহত্তম শেষ নিদ্রার স্থান। ওয়েস্ট মিডল্যান্ডের ক্যাথরিন-ডি- বার্নসে ১১ একর জমির ওপর কবরস্থানটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে এখানে ১১ হাজার কবরের ব্যবস্থা থাকবে।
বর্তমানে এসেক্সের ইলফোর্ডের কবরস্থানটি দেশটির বৃহত্তম কবরস্থান। এখানে ৫,০০০ প্লট আছে। প্রস্তাবিত কবরস্থানটিতে দর্শকদের জন্য ৯৫টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
এর আগে জানুয়ারি মাসে এই স্থানে ৪,০০০ কবরের জন্য একটি আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরে। তবে সে সময় স্থানীয়দের আপত্তির মুখে আবেদনটি প্রত্যাহার করে নেয়া হয়।
এরপর জুলাই মাসে আবার একটি আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
এতো বড় কবরস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় জানাজার পরিচালক মোহাম্মদ খলিল বলেন, ১১ হাজার প্লটের কবরস্থান করা হলেও তাতে আগামী ৫০ বছরের প্রয়োজন মিটবে না।
তিনি বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সংখ্যা দ্রুত বাড়ছে। তারা পার্শ্ববর্তী হ্যান্ডসওয়ার্থের যে কবরস্থানটি ব্যবহার করে সেটি এখন প্রায় পূর্ণ।
তিনি বলেন, ভুলে যাবেন না ১৯৫০ ও ১৯৬০ এর দশকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা এখানে এসেছেন তারা এখন মৃত্যুপথযাত্রী।
তারা বলছেন, এটাই তাদের দেশ। তারা এখানে বাস করবেন, এখানেই মরবেন এবং এখানেই কবর নিবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button