জামায়াত নেতাকে স্ত্রীসহ বিমানবন্দর থেকে ফেরত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও তার স্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটকে দেয়। এ ব্যাপারে আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তিনি ও তার স্ত্রী হাবিবা চৌধুরী সৌদি সরকারের আমন্ত্রণে কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। বেলা দুইটায় সৌদি এয়ারলাইনসে তাদের ফ্লাইট ছিল। কিন্তু দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ জানায়, তার বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে নিষেধাজ্ঞা আছে।



