জিএসপি’র শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ

GSPযুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে একশন প্লানের গুরুত্বপূর্ণ শর্তগুলো বাংলাদেশ এখনো বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর)।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শ্রমিক অধিকার রক্ষা ও হয়রানি বন্ধসহ কারখানার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসটিআর মুখপাত্র মাইকেল ফোরম্যান বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের অধিকার রক্ষা, হয়রানি বন্ধসহ নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধার (জিএসপি) স্থগিতাদেশ প্রত্যাহারে বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে ইউএসটিআরের বিবৃতিতে বলা হয়, সামপ্রতিক সময়ে কারখানার কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বার বার বলা হয়েছিল, জিএসপি ফিরে পেতে ইউএসটিআর যেসব শর্ত দিয়েছিল ৯০ ভাগের বেশি বাংলাদেশ পূরণ করেছে।
যুক্তরাষ্ট্র জিএসপি উপকমিটি আগামী ডিসেম্বরে বাংলাদেশের অগ্রগতির পরবর্তী পর্যবেক্ষণ করবে।
উল্লেখ্য, গত বছর ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গার্মেন্টসে কাজের পরিবেশ অনুকূল নয় এমন অভিযোগে জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button