নুরুল হুদার সমর্থনে প্রার্থীতা প্রত্যহারের আহবান

১৯ দলীয় জোট বুধবার সিলেটে এক জরুরী সভা থেকে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী শাহ জামাল নুরুল হুদার সমর্থনে সিলেট সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে দল ও জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে প্রার্থীতা প্রত্যাহার করার জন্যে আহবান জানানো হয়েছে। সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র ভাতালিয়াস্থ বাসবভনে সিলেট জিলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফ্ফার এর সভাপতিত্বে ১৯ দলীয় জোটের জরুরী সভা থেকে এ আহবান জানানো হয়।
সভায় সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি তথা ১৯ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি শাহ জামাল নুরুল হুদাকে মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করা হয়। জোটের জরুরী সভায় আগামী ২৩ জানুয়ারী ২০১৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনীত প্রার্থী শাহ জামাল নুরুল হদাকে বিজয়ী করতে জোটের সর্বস্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে, ১৯ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে যে কোন ধরণের কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকার জন্যে দলীয় নেতা কর্মীদের সতর্ক করে দেয়া হয় এবং যে বা যারা দলীয় প্রার্থীর তথা ১৯ দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত হবেন তাদের বিরুদ্ধে স্ব-স্ব সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে জোটের জরুরী সভা শেষে জোট নেতৃবৃন্দ বিএনপি দলীয় প্রার্থী শাহজামাল নুরুল হুদাকে নিয়ে সিলেট মহানগরের সুবহানিঘাটস্থ আবুল কাহের চৌধুরী শামীম এর বাসভবনে তাঁকে সান্তনা দেয়ার জন্যে উপস্থিত হন।
জরুরী সভায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি অধ্যাপক মকসুদ আলী, জেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী শেখ মো: মখন মিয়া, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আসলাম রহমানী, এলডিপি সিলেট জেলা সভাপতি সায়েদুর রহমান চৌধুরী রূপা, বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগরের সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) সিলেট জেলা আহবায়ক মোজাম্মেল হোসেন লিটন, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মুফতি ফজলুল হক জালালাবাদী, জেলা লেবার পার্টি’র সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সরোয়ার আহমদ, সিলেট জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা কবির শেপী, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দীকি খালেদ।
সিলেট মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের এর পরিচালনায় ১৯ দলীয় জোটের জরুরী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মুজাহিদ আলী, মাওলানা রশীদ আহমদ ও সোনা মিয়া, বালাগঞ্জ উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো: আবদাল মিয়া, খেলাফতের মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তফাদার, জেলা বিএনপি’র অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ফারুক, জমিয়তে উলামে ইসলাম সিলেট মহানগরের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহুরুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সাবেক সদস্য মাসুক আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা হাজী আব্দুল মালিক, মহিলা দল নেত্রী মিলি বেগম, সালমা বেগম, পলি বেগম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button