এবার কোহিনূর দাবি করল পাকিস্তান

Kohinoorব্রিটেনে রয়েছে বিশ্বের অন্যতম বিখ্যাত হিরা কোহিনূর। আর দীর্ঘদিন ধরে সেই কোহিনূর ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত। এবার সেই হীরের দাবি করল পাকিস্তান। পাকিস্তানের আদালতে একটি মামলা করে পাক সরকারকে কোহিনূর ফিরিয়ে আনার আবেদন করা হয়েছে।
ব্যারিস্টার জাভেদ ইকবাল জাফরি লাহোর হাইকোর্টে এই আবেদন দাখিল করেছেন। তাঁর দাবি মহারাজ রঞ্জিৎ সিং-এর ছেলে দলদীপ সিং-এর কাছ থেকে কোহিনূর চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা।
১৯৫৩ তে রানি এলিজাবেথের অভিষেকের সময় তাঁর মুকুটে বসানো হয় কোহিনূর। এই হীরেতে রানির কোনও অধিকার নেই বলেই আবেদনে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, পঞ্জাব প্রদেশের সম্পত্তি ছিল এই কোহিনূর। তাই এটা পঞ্জাব প্রদেশের ঐতিহ্য। তিনি আবেদনে জানিয়েছেন, পাকিস্তান সরকার যেন অবিলম্বে এই হিরা ফিরিয়ে আনে।
দীর্ঘদিন ধরে ভারত সরকার এই হীরে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ব্রিটিশদের দখলের আগে মুঘলদের সম্পত্তি ছিল এই কোহিনূর। অন্য যা কিছু ব্রিটিশরা লুঠ করেছিল সেগুলোর সঙ্গে সঙ্গে এই কোহিনুরও ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে ব্রিটিশ সরকারের কাছে।
১৯৯৭ তে যখন রানি এলিজাবেথ ভারতে এসেছিলেন তখন তাঁর কাছে কোহিনূর ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন অনেক ভারতীয়। সম্প্রতি নরেন্দ্র মোদীর ব্রিটিশ সফরে প্রাক্কালে ব্রিটেনের পার্লামেন্টেও কোহিনূর ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button