রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায় দিয়েছে সেভাস্তোপোল

Ukrainরাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায় দিয়েছে ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল। বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত এক বৈঠকে নগরীর সিটি কাউন্সিল অবিলম্বে রাশিয়ায় যোগ দেয়ার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছে।
সেভাস্তোপোলের সিটি কাউন্সিল শুক্রবার ভোরে এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আবার রুশ ফেডারেশনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেভাস্তোপোল। এ বন্দরনগরীতে রাশিয়ার অন্যতম বড় নৌবহর-‘ব্ল্যাক সি ফ্লিট’ মোতায়েন রয়েছে এবং ওডেসা’র পর এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নৌবন্দর।
সেভাস্তোপোলের সিটি কাউন্সিলের এ ঘোষণা আসার কয়েক ঘন্টা আগে ক্রিমিয়ার পার্লামেন্টও রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পক্ষে ভোট দেয়। বৃহস্পতিবার রাতে ওই পার্লামেন্ট ঘোষণা করে, এ ব্যাপারে জনগণের মতামত নেয়ার জন্য আগামী ১০ দিনের মধ্যে গণভোট দেয়া হবে। পরে ইউক্রেনের স্বশাসিত অঞ্চলটির উপ-প্রধানমন্ত্রী রুস্তম তেমিরগালিয়েভ জানান, আগামী ১৬ই মার্চ ওই গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে ইউক্রেনের নয়া অন্তর্বর্তী সরকার পরিকল্পিত গণভোটকে অবৈধ বলে উল্লেখ করে ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আস্কিওনভের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করার হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও রাশিয়ায় যোগ দেয়ার ব্যাপারে ক্রিমিয়ায় অনুষ্ঠেয় গণভোটকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।
গত বছর নভেম্বরে ইউক্রেনের তৎকালীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক কৌশলগত চুক্তিতে সই করতে অসম্মতি জানালে দেশটির পাশ্চাত্যপন্থী নেতারা আন্দোলনের ডাক দেন। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের উস্কানিতে টানা কয়েকমাসের আন্দোলনে গতমাসে ইয়ানুকোভিচ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান এবং ইউক্রেনের স্বায়ত্বশাসিক অঞ্চল ক্রিমিয়ায় সেনা পাঠায় রাশিয়া। ইউক্রেন সরকারের পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার এ পদক্ষেপের বিরোধিতা করলেও ক্রিমিয়ার জনগণ এতে সন্তোষ প্রকাশ করে। আগামী ১৬ই মার্চের গণভোটে সে সন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button