বাংলাদেশী শিশুদের স্বাস্থ্যসেবা উন্নত করতে ৪ কোটি ৪০ লাখ পাউন্ড

Towerলন্ডনের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশী শিশুদের স্বাস্থ্যসেবা উন্নত করতে ৪ কোটি ৪০ লাখ পাউন্ডের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে । জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষক, শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কর্তৃপক্ষ সমন্বিতভাবে এ উদ্যোগ হাতে নিয়েছে। তারা গড়ে চালু করেছেন ৪ কোটি ৪০ লাখ পাউন্ডের একটি তহবিল। টাওয়ার হ্যামলেটস সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী শিশুদের স্বাস্থ্যসেবা ও এ খাতে বৈষম্য কমিয়ে আনার জন্য ব্যয় করা হবে এ অর্থ। পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশী শিশুরা রয়েছে পুষ্টিহীনতার উচ্চ ঝুঁকিতে। যুক্তরাজ্যে শিশুদের গড় পুষ্টিহীনতা ও মুটিয়ে যাওয়ার চেয়ে বাংলাদেশী শিশুদের মধ্যে এ হার অনেক বেশি। এ সমস্যা কাটিয়ে উঠতে দশকের পর দশক বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। কিন্তু পুষ্টিহীনতা কাটিয়ে উঠার কোন মডেল দাঁড় করা হয় নি। এ প্রকল্পটি দক্ষিণ এশিয়া থেকে একটি মডেল নিয়ে কাজ করবে। কারণ, এখানে স্থানীয় নারীদের মধ্যে মাতৃস্বাস্থ্য উন্নত হয়েছে ও শিশু মৃত্যুর হার কমেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button