প্রবল তুষার ঝড়ে জাপানে নিহত ৫

Japanজাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রবল তুষার ঝড়ে দেশজুড়ে ৫ জন নিহত এবং ৬০০ জন আহত হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর এ কথা জানিয়েছে। শনিবার পর্যন্ত রাজধানী টোকিওতে সর্বোচ্চ ২৭ সেন্টিমিটার বরফ পড়েছে, যা ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এদিকে টোকিওতে গভর্নর নির্বাচনের প্রাক্কালে প্রবল তুষারপাত ঘটায় বিশ্লেষকরা মনে করছেন এতে ভোটার উপস্থিতি কমে যাবে।
উল্লেখ্য, রাজধানী টোকিওতে ১ কোটি ৩০ লাখ লোকের বসবাস। দেশটির সেন্দাই শহরের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় শনিবার ৩৫ সেন্টিমিন্টার বরফ পড়ে, যা ৭৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বরফজনিত দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি ও ৬০০ লোক আহত হয়েছে। অধিকাংশ মৃত্যুর কারণ রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়া।
এদিকে রবিবার পর্যন্ত ২০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এ ছাড়া দুর্যোগ পরিস্থিতির কারণে ২০০ জনের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এনএইচকে সম্প্রচার মাধ্যম জানায়, রাজধানীর সঙ্গে বিমান চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ৫ হাজার লোক শনিবার নারিতা বিমানবন্দরে আটকা পড়ে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে, রবিবার উত্তর জাপানে আরো বরফপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button