আমিও ইসরাইলে রকেট ছুড়তাম : ব্রিটিশ এমপির মন্তব্য

David Ward photographed at his constituency office in 2013.গাজায় ইসরাইলের বর্বর হামলায় ক্ষুব্ধ বৃটেনের একজন সংসদ সদস্য বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে বাস করলে তিনিও ইসরাইলে রকেট ছুড়তেন। এক টুইটার বার্তার লিবারেল ডেমোক্রেটিক দলের এমপি ডেভিড ওয়ার্ড বলেন, ‘বড় প্রশ্ন হলো- গাজায় বাস করলে আমিও রকেট ছুড়তাম কিনা?- সম্ভবত হ্যাঁ।’
গাজা নিয়ন্ত্রণকারী ইসলাপপন্থী হামাস যোদ্ধাদের রকেট হামলায় ইসরাইল বেশ চাপের মধ্যে রয়েছে। এখন ইসরাইলে দূর পাল্লার রকেট ছুড়ছে হামাস।
মঙ্গলবার হামাসের রকেট তেল আবিব বিমাবন্দরের কাছে আঘাত হানার পর ইসরাইলে সব ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
ডেভিড ওয়ার্ড এর আগেও ইসরাইল বিরোধী কথা বলেছেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
ডেভিড ওয়ার্ড বৃটেনের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের দলের সদস্য।
তবে বৃটেনের মতো ইহুদিপন্থী দেশে এ ধরনের মন্তব্য তীব্র বিতর্কের জন্ম দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক গণমাধ্যমে তার পদত্যাগের দাবি করেছে কেউ কেউ।
নামে লিবারেল ডেমোক্রেটিক পার্টি হলেও ডেভিডের একটি টুইট সম্পর্কেও আর লিবারেল বা উদার থাকতে পারেনি দলটি।
দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দল বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং (এ ব্যাপারে) শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button