ফ্রান্সে মুসলিম নির্যাতন বেড়েছে ১১ শতাংশ

Franceফ্রান্সে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা বেড়েই চলছে। আক্রমণ-নির্যাতন থেকে বাদ যাচ্ছেন না মুসলিম নারীরাও। নারীদের মধ্যে হিজাব পরিহিতদের ওপর অপেক্ষাকৃত বেশি আক্রমণের ঘটনা ঘটছে। ফরাসি জাতীয় ইসলামোফোবিয়া অবজারবেটরি’র পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছরগুলোর তুলনায় ২০১৩ সালে আক্রমণের ঘটনা ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
ফরাসি পুলিশ ও সেনাবাহিনীর রেকর্ড অনুযায়ী ২০১৩ সালে মোট ২২৬ জন মুসলিমের ওপর আক্রমণ হয়েছে। যার মধ্যে ১৬৪টি হুমকি ও ৬২টি সরাসরি আক্রমণের ঘটনা।
অবজারবেটরি গ্রুপের প্রধান আবদেল্লাহ জেকারি বলেন, ‘আক্রমণের ঘটনা আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে হিজাব পরিহিত নারীদের ওপর হামলার সংখ্যাটা সবচেয়ে বেশি। এটা খুবই অস্বস্তিকর।’
প্যারিসের এমন ১৫ জন নারী তাদের ওপর আক্রমণের জন্য মামলাও করতে বাধ্য হয়েছেন বিগত বছরে।
অবজারবেটরি গ্রুপ আরো জানিয়েছে, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী বিরোধী ও কট্টর জাতীয়তাবাদী দল ‘ন্যাশনাল ফ্রন্ট’ নির্বাচনে ১৭ দশমিক ৯ শতাংশ ভোট পাওয়ার পর মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button