ভ্যাটিকানের নিন্দায় জাতিসংঘ

Vatican Cityখ্রিষ্টান ধর্মযাজকদের হাতে হাজার হাজার শিশু যৌন নির্যাতনকে অনুমোদন দেয়ায় ভ্যাটিকানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শিশুদের অধিকার বিষয়ক জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা বলেছে, এক্ষেত্রে যেসব যাজক শিশুদের বিরুদ্ধে নির্যাতনকারী হিসেবে পরিচিতি পেয়েছেন অথবা যারা সন্দেহজনক তাদেরকে অবশ্যই অবিলম্বে প্রত্যাহার করতে হবে ভ্যাটিকানকে। গতকাল এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ভ্যাটিকান সমকামিতা, গর্ভনিরোধী ও গর্ভপাতের প্রতি ভ্যাটিকান যে প্রবণতা দেখিয়েছে তার তীব্র সমালোচনা হয়েছে। চার্চের ভিতরে শিশুদের নির্যাতনের বিষয়ে এবং শিশুদের অধিকার বিষয়ে একটি কমিশন গঠন করেছে। রিপোর্টে বলা হয়েছে, এসব বিষয়ে গতকাল দিনশেষে একটি বিবৃতি দেবে ওই কমিটি। শিশুদের ওপর যৌন নির্যাতনের এ ইস্যুটি পর্যবেক্ষণ করেছে শিশু অধিকার বিষয়েক জাতিসংঘের কমিটি (সিআরসি)। তারা বলছে, যেসব যাজকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠেছে তার প্রতিটি সদস্যের বিরুদ্ধে ভ্যাটিকানকে একটি করে ফাইল খুলতে হবে। অর্থাৎ প্রতিটি অপরাধের বিষয়ে একটি পদক্ষেপ নিতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিন্তু ভ্যাটিকান এ বিষয়টিকে অপরাধ হিসেবে নেয় নি বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিআরসি। সিআরসি তার রিপোর্টে বলেছে, যাজকদের হাতে এভাবে সারাবিশ্বে হাজার হাজার শিশু যৌন নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না ভ্যাটিকান। এতে গভীর উদ্বেগ জানাচ্ছে সিআরসি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button