ইসলামী ব্যাংকে আমানত ও বিনিয়োগ বেড়েছে

২০১৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ও বিনিয়োগের পরিমাণ বেড়েছে।  আমাতন বেড়েছে ৫ হাজার ৭২৩ কোটি টাকা। বিনিয়োগ বেড়েছে ৬ হাজার ৯২১ কোটি টাকা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
তথ্য মতে, ২০১২ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৬০৪ কোটি টাকা। এ সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৪১ হাজার ৪৬৩ কোটি টাকা। ২০১৩ সালে শেষে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৩২৭ কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৩৮৪ কোটি টাকা।
উল্লেখিত সময়ে আমদানি হয়েছে ২৮ হাজার ৫৮৯ কোটি টাকা ও রপ্তানি হয়েছে ২০ হাজার ৫২৭ কোটি টাকা।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ব্যাংকের এঙিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান ও অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এনআরএম বোরহান উদ্দিন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button