সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর ইফতার মাহফিল

Arifসিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে এক ইফতার মাহফিল বৃহস্পতিবার সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের সুধীজনসহ সিলেটের সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রসচিব শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম।
প্রধান অতিথির বক্তব্যকালে শমশের মুবিন চৌধুরী শপথ নেওয়ার পরও মেয়রদের দায়িত্ব দিতে দেরী করায় সরকার জনগণের ভোটকে অবমাননা করছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, জনগণ এই সরকারকে আর চাচ্ছে না। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন যদি একেবারে স্বচ্ছ ও নিরপেক্ষ হতো তাহলে বিএনপি প্রার্থী আরিফুল হক আরও বড় ব্যবধানে জয়লাভ করতেন। ওই নির্বাচনে আইনশৃংঙ্খলা বাহিনীর বাঁধায় অনেকে ভোট দিতে পারেননি। সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, বিশ্বের কোথাও শপথ নেওয়া পর ক্ষমতা দিতে এতো দেরী করা হয়নি। অথচ সরকার টালবাহানা করছে। বিজয়ীরা তার নিজের দলের হলে নিশ্চয়ই এমনটি করতো না। এটা জনগণের সঙ্গে প্রতারণা এবং ভোট অবমাননা বলে উল্লেখ করেন তিনি।
নবনির্বাচিত আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেটকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যে মরহুম এম সাইফুর রহমানের কথাও স্মরণ করে বলেন, ১৫ রমজান এই দিনে সিলেট বিভাগের উন্নয়নের রূপকার সিলেটের কৃতিসন্তান এম সাইফুর রহমান ইন্তেকাল করেন। আজো তাকে মানুষ মনে রেখেছে। এসময় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন এই সরকারের প্রতি জনমানুষ বিমুখ হয়ে গেছে। আমার বন্ধু ইলিয়াস আলীকে তারা গুম করে রেখেছে। জনগণ এর জবাব দিয়েছে, আগামীতেও দিবে।’’
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন দরগাহ মাদারাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি নাছির চৌধুরী, সাবেক এমপি আবেদা চৌধুরী, সাবেক এমপি কাহের চৌধুরী, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসেইন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল আহমদ চৌধুরী, মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে. ক. (অব:) আতাউর রহমান পীর, শিক্ষাবিদ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ এ এন এ এ মাহবুব আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন, ড. মোহন মিয়া, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, ছাতক উপজেলা চেয়ারম্যান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সভাপতি আব্দুল মুচ্ছাব্বির চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক আমিরুজ্জামান চৌধুরী দুলু, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শাহীন, জেলা বিএনপির যুুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইসলামী ঐক্যাজোটের নেতা মাওলানা রেজাউল করিম জালালী, ইসলামী ঐক্যজোটের আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আহমদ, জাতীয় পার্টি নেতা আব্দুল মতিন চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন সেলিম, বিএমএ নেতা ডা: রফিকুস সালেহীন, ডা: নাসিম আহমদ, ইমাম প্রশিক্ষন একাডেমীর মাওলানা শোয়েব আহমদ, মহানগর জামায়াতের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মহানগর আহবায়ক সালেহ আহমদ খসরু, ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর বিএনপির প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিসবাহ উদ্দিন, ছালেহ আহমদ চৌধুরী, দিনার খান হাসু, রেজওয়ান আহমদ, এবিএম জিল্লুর রহমান উজ্জল, ছয়ফুল আমিন বাকের, আব্দুর রকিব তুহিন, সৈয়দ তৌফিকুল হাদী, আবজাদ হোসেন আমজাদ, জাবেদ আহমদ, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, দিবা রানী বাবলী, রেবেকা সুলতানা, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক চন্দন শাহা, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহমদ, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তৌফিকুল আলম বাবলু, মণিপুরী সম্প্রদায়ের উত্তম সিংহ রতন, সাংবাদিক দ্বিগেন সিংহ, এস রতন সিনহা, বৃহত্তর ময়মনসিংহ সমিতির সহ সভাপতি ডা: নাজমুল ইসলাম ভুইয়া, সহ সভাপতি আব্দুর রশিদ তালুকদার, মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপির সিনিয়র নেতা আহমদুর রহমান চৌধুরী মিলু, বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী, সিলেট সিটি সেন্টার মার্কেট সমিতির সেক্রেটারী হোসেন আহমদ, মিলেনিয়াম মার্কেট কমিটির সেক্রেটারী আওলাদ হোসেন, যুবদল নেতা নজিবুর রহমান নজিব, যুবদল জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, যুবদল নেতা আব্দুস শুকুর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, তাতী দলের ফয়েজ আহমদ দৌলত, দেওয়ান মাহমুদ রাজা, জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,অধ্যাপক ফরিদ আহমদ, নিজাম উদ্দিন তরপদার, আব্দুল মান্নান পুতুল, আব্দুস সুক্কুর, ছাত্রনেতা সাঈদ আহমদ, আহমদ চৌধুরী ফয়েজ, সাহেদ আহমদ চমন, আব্দুস সামাদ তোহেল, আব্দুল মজিদ, রেজাউল করিম নাচন, কামরুজ্জামান দীপু, আব্দুর রকিব চৌধুরী, সহ আরও অনেকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button