নির্বাচন কমিশন আওয়ামীলীগের দলীয় অঙ্গসংগঠন ও প্রতিষ্ঠানে পরিণত হয়ে পড়েছে : সিলেট মহানগর জামায়াত

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় নেয়ার নীলনকশা বাস্তবায়নে কাজ করছে। নির্বাচন কমিশনের কার্যক্রম আওয়ামীলীগের মন্ত্রী এমপিদের বিভিন্ন মঞ্চে বক্তব্যের বাস্তব রূপ। বিরোধী দলকে ঠেকাতেই নির্বাচন কমিশন নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী, রাজনৈতিক দলের নির্বাচন ও আচরণ বিধি সংশোধনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন বিরোধী দলের কোন মতামতকেই পাত্তা দিচ্ছে না। ট্রাইব্যুনালে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়ার মাধ্যমে নির্বাচন কমিশন আওয়ামীলীগের দলীয় সংগঠন হিসেবে জাতির কাছে নিজেদের পরিচয় দিয়েছে। সেনা মোতায়েনের বিধান বাতিল ও দলীয় সরকারের অধীনে নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন কোনভাবেই সুষ্ঠু হবে প্রত্যাশা রাখা যায় না। অবিলম্বে নির্বাচন কমিশনকে আওয়ামীলীগের দলীয় কর্মসূচি বাস্তবায়নের পথ পরিহার করতে হবে। অন্যথায় আওয়ামী দলীয় নির্বাচন কমিশন বাতিলের জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক ট্রাইব্যুনালে দন্ড প্রাপ্তদের নামে জামায়াত নেতৃবৃন্দের নাম ভোটার তালিকা থেকে বাদ এবং বিরোধী দলকে ঠেকাতে বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এ কথা বলেন। মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মো: শাহজাহান আলী, এডভোকেট আব্দুর রব, আল্লাহ আল মুনিম, ক্বারী আলাউদ্দিন মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button