পুড়ে ছাই হয়ে গেল চিনের ১৩০০ বছরের প্রাচীন পর্যটন শহর

Chainaপুড়ে ছাই হয়ে গেল চিনের ১৩০০ বছরের প্রাচীন তিব্বতি শহর শাংরি লা রিসর্টের দু’শোরও বেশি ঘরবাড়ি৷ শনিবার ভোরে ইউনান প্রদেশের ডিউকজং এলাকায় প্রথম আগুন লাগে৷
এরপর দ্রূত আগুন আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে৷  পুড়ে যায় প্রায় ২৪০টি বাড়ি৷ এরপরেই ২৬০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷  তবে প্রাণহানির কোনো খবর পাওয়া
স্হানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়িগুলি কাঠের হওয়ায় দ্রূত আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে৷ কীভাবে এমন বিধবংসী আগুন লাগল তা জানতে তদন্ত হবে বলে জানিয়েছে চিনা কর্তৃপক্ষ৷
শাংরি লা ‘চাঁদের শহর’ নামে পরিচিত৷ কাঠের তৈরি বাড়ি, কাঠের স্হাপত্য, তিববতি শিল্প, থাংকা ছাড়াও প্রাচীন সংস্কৃতির জন্য বিখ্যাত এই শহর৷ প্রায় ১৩০০ বছর আগে দক্ষিণ সিল্ক রুটে তৈরি হয়েছিল শাংরি-লা৷
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে৷  অগ্নিকাণ্ডের জেরে ঘরছাড়া মানুষদের গরম জায়গায় থাকার জন্যও সতর্ক করা হয়েছে৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button