মারা গেলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন

Sharonইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন মারা গেছেন। তিনি ইসরায়েলের একাদশতম প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। ৮ বছর আগে বড় ধরনের স্ট্রোক করার পর কোমায় চলে যান তিনি। অবশেষে শনিবার তিনি মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন ১৯৮২ সালের ৬ জুন লেবানন আক্রমণের মূল পরিকল্পনাকারী এবং গাজা স্ট্রিপ ও পশ্চিম তীরের আরও চারটি বসতি থেকে ইসরায়েলীদের সরিয়ে নেয়ার প্রস্তাবক। (২০০৫ এ তার এ প্রস্তাবনার ভিত্তিতে বিপুল সংখ্যক ইসরায়েলীকে উক্ত স্থানগুলো থেকে সরি নেয়া হয়। যারা সরে যায়নি, তাদের পরে উচ্ছেদ করা হয়।)
ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট সিমন পেরেজ আজ এক বিবৃতিতে বলেন, ‘আমার বন্ধু এরিক শ্যারন আজ তার শেষ যুদ্ধে হেরে গেছেন। এরিক (শ্যারন) ছিলেন একজন সাহসী সৈনিক, একই সাথে দুঃসাহসিক নেতা যিনি জাতিকে ভালোবাসতেন এবং জাতিও তাকে ভালোবাসতো। তিনি ইসরায়েলের মহান স্থপতি এবং রক্ষকদের মধ্যে  ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি ভয় কাকে বলে জানতেন না, তার দৃষ্টিভঙ্গির কোথাও ভীতির কোন স্থান ছিল না। তিনি জানতেন কঠিন কঠিন সিদ্ধান্তগুলো কখন নিতে হয় এবং জানতেন কিভাবে সেগুলো কার্যকর করতে হয়। আমরা তাকে গভীর ভালোবাসি এবং আমরা তার অভাব দারুণভাবে অনুভব করবো।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button