ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে-ডিএসই সূচক ও মোট লেনদেন কমেছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিন ডিএসই’তে মোট লেনদেন হয়েছে  ৫৩৯ কোটি ৭০ লাখ ৪০ হাজার ১০৮ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৫৭ লাখ টাকা বেশি। মোট ২৯২টি কোমপানির ১১ কোটি  ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬০.৬৩ পয়েন্ট বেড়ে ৪৩৯১.২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ মূল্য সূচক ২৭.০২ পয়েন্ট বেড়ে ১৫৪৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।  লেনদেন হওয়া ২৯২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের মূল্য।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোমপানি হলো : লঙ্কাবাংলা ফাইন্যান্স, গোল্ডেন সন্স, বেঙ্মিকো লি., অ্যাপোলো ইষ্পাত, সামিট পূর্বাচল, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন,  সামিট পাওয়ার, জেনারেশন নেঙট ও হাইডেলবার্গ সিমেন্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো : বিচ হ্যাচারি, সিনোবাংলা, মিরাক্যাল ইন্ডা., বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো লি., জিপিএইচ ইস্পাত, ৫ম আইসিবি, ইউএলসি, জিএসপি ফাইন্যান্স ও ফনিঙ ফাইন্যান্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো : কোহিনুর কেমিক্যাল, ইবিএল এনআরবি মি. ফা., রহিমা ফুড, আর্গন ডেনিমস, এফবিএফআইএফ, ন্যাশনাল পলিমার, ইস্টার্ন কেবলস, রূপালি লাইফ ইন্সু., বিডি অটোকারস ও ডেল্টা স্পিনার্স।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button