লন্ডনে তারেক জিয়ার বক্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্য যুবলীগের সংবাদ সম্মেলন

Bishwaগত ৬ জানুয়ারী সোমবার দুপুর ১টায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য যুবলীগের উদ্দেগে লন্ডনে তারেক জিয়ার দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্তে সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে তারেক জিয়ার দেশ বিরোধী ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।
বক্তাগণ বলেন, বিগত বিএনপি জামায়াত জোট সরকারের রাষ্ট্রীয় মদদে আমাদের দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করা হয়ে ছিল, সেই দুর্নাম গুছিয়ে বাংলাদেশ আজ একটি আদর্শ সেকুলার রাষ্ট্রের মর্যাদা ফিরে পেয়েছে বিশ্বের কাছে।
বাংলাদেশে যখন যোদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হয়েছে ঠিক তখনই বিএনপির নেত্রী সহ এই তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন। বিএনপি জামায়াতের পক্ষে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তাই যুবলীগ নেতৃবৃন্দ তারেক রহমানকে উদ্দেশে বলেন, লন্ডনে বসে তিনি যে দেশ বিরোধী কথা বলছেন তা যুক্তরাজ্য যুবলীগ দাঁত ভাঙ্গা জবাব দিবে।
তারা আরও বলেন, গত ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সফল ভাবে সম্পূর্ণ হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশন সহ দেশবাসীকে ধন্যবাদ জানান।
বাংলাদেশকে জঙ্গিবাদ উস্কে দেওয়ার জন্য ভিডিও লিঙ্কের মাধ্যমে নিরধেশনা ও উৎসাহ দিচ্ছেন। দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তার সেই বক্তব্য যুক্তরাজ্য যুবলীগ সহ দেশবাসী প্রত্যাখান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ও সিলেট সিটি কমিশনার আজাদুর রাহমান আজাদ, সহ সভাপতি আফজল হোসেন, নাজমুল ইসলাম, সৈয়দ আজিজুর রহমান শামীম, ফয়েজুর রহমান চৌধুরি, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, আনিসুজ্জামান আজাদ, এম এ রকীব, হাফিজুর রাহমান সেলিম, সৈয়দ শফিঊল আলম, মোদাব্বের হোসেন চুনু, দিলাল আহমেদ, মাহমুদ আলী, তারেক আহমেদ, ফয়ছল হোসেন সুমন, মোহাম্মদ আয়াছ, এনামুল হক, সাইফুল ইসলাম মহসিন, ইঃ মিল্লাত হোসেন, নোমান চৌধুরী, সেলিম আহমেদ লুডু, মোতাহার আলী সুহেল, আল আমীন, জুবায়ের আহমেদ সেলিম, আজিজুল আম্বীয়া, কাজী মিজানুর রহমান, আমিনুল ইসলাম কাবিদ প্রমূখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button