সহিংসতায় নিহত সরকারি চাকরিজীবীর পরিবার ৫ লাখ টাকা পাবে
বেসামরিক প্রশাসনে দায়িত্বরত অবস্থায় দায়িত্ব পালনকালে সহিংসতায় সরকারি কর্মকর্তা/কর্মচারী নিহত হলে তার পরিবারকে পাঁচ লাখ টাকা এবং গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে দুই লাখ টাকা অনুদান দেয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রাণালয় থেকে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৯ জুন ২০১৩ তারিখ হতে এ নীতিমালা কার্যকর হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়।
প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সব কর্মচারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারিদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে। তবে যারা এ ধরনের সুবিধা পাচ্ছে তারা এ নীতিমালা অন্তর্ভুক্ত হবেন না।
নির্বাচন কমিশনের একটি প্রস্তাবনার ভিত্তিতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এ নীতিমালার অন্তর্ভুক্ত থাকবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (কল্যাণ) ফাহমিদা সুলতানা স্বাক্ষরিত একটি অফিস কার্যপত্রের মাধ্যমে ৩০ ডিসেম্বর ২০১৩ তা জানানো হয়।



