ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে বিদায়ী সংবর্ধনা
মামুনুর রশীদ: ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা জানালো বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবি ডব্লিউএফ)। শুক্রবার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়, রিয়াদের হারস্থ কোকোপাম রেস্টুরেন্টে।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন আই বি ডব্লিউ এফ সভাপতি নুরুল ইসলাম আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আব্দুল মোতালেব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, বি,এন,পি সৌদি আরব পূর্বাঞ্চল সভাপতি অধ্যাপক আ.ফ.ম রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরাম সভাপতি মো. আবুল বশির।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোতালেব বলেন, “ইসলামী ব্যাংক আজ বিশ্বের দরবারে একটি প্রতিষ্ঠিত ব্যাংক, আর এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে অন্যতম একটি দিক হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। আর এই রেমিটেন্সের বিশাল একটি অংশ দেশে যাচ্ছে এই সৌদি আরব থেকে, আর ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর পেছনে অন্যতম অবদান হচ্ছে এই মাকসুদুর রহমানের।”
২০০৬ সালে মাকসুদুর রহমান সৌদি আরবে আসেন। ২৯ ডিসেম্বর তারিখ তিনি বাংলাদেশে ফিরে আসবেন।



