বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের প্রথম বার্ষিকী উদযাপন

Bishwanath Aidবিশ্বনাথ উপজেলার আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, আর্তমানবতার সবেসহ জনকল্যাণমূলক কাজ করা ও প্রবাসে বসবাসরত প্রবাসীদের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন সৃষ্টি করার লক্ষ্য নিয়ে গঠিত বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের প্রথম বার্ষিকী উদযাপন ও সাধারণ সভা গত ২৫ ডিসেম্বর ব্রার্ডফোর্ড শহরের শাপলা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত ট্রাষ্টি ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি  জমির উদ্দিন। সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি ও স্থানীয় কমিউনিটি নেতা আনছার হাবিবের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার নাজির আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মো: তৈমুছ আলী, স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের ট্রাষ্টি মুহাম্মদ জামাল উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাডফোর্ড জামেয়া খাতামুন নবীইন এর প্রিন্সিপাল মুফতি সাইফুল ইসলাম, মদিনাতুল উলুম ইসলামিক সেন্টার জামে মসজিদ ব্রার্ডফোর্ড এর সভাপতি আব্দুন নূর খান, শাহজালাল মসজিদ কিগলীর সভাপতি মো: মোজাহিদ আলী, বায়তুন আমান জামে মসজিদ ব্রাডফোর্ড এর সভাপতি আনোয়ার হোসেন চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি নেতা মো: গয়াছ খান, মোহাম্মদ আলী ছালেক, আব্দুল মতিন, মানিক মিয়া, আপ্তাব আলী, কাসেম আলী, গিয়াস উদ্দিন, ওয়াহিদল আলী,  বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের সহ সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার নিউজ এডিটর,  জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের বার্মিংহাম প্রতিনিধি মো: জামাল উদ্দিন, লুতফুর রহমান রাজু, ওল্ডহাম প্রতিনিধি আবুল হোসেন মামুন, ফখরুল ইসলাম, রচডেল প্রতিনিধি আব্দুল হামিদ টিপু। সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডেভেলাপমেন্ট ট্রাষ্টের ট্রাষ্টি জুবায়ের আলী, মো: শামীম আহমদ, বাবরুল হোসেন বাবুল, আজিজুর রহমান, আমিরুর ইসলাম, সিরাজুল জুয়েল ইসলাম, কাওছার আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বিগত এক বছরে ট্রাষ্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বিগত দুই ঈদে গরীবদের মধ্যে ঈদ সামগ্রী বিতরনসহ বিভিন্ন সমাজিক কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন বিশ্বনাথের সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে। বক্তারা ট্রাষ্টের ভবিষ্যত সাফল্য কামনা করেন। সভার সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি জমির উদ্দিন ট্রাষ্টের ভবিষ্য পরিকল্পনা তুলে ধরেন এবং ট্রাষ্টের উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত সকল প্রবাসীদের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button