পুত্র সন্তানের মা হলেন শাবনূর

Shabnurজনপ্রিয় অভিনেত্রী শাবনূর পুত্রসন্তানের মা হয়েছেন। রোববার অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওব্যান হাসপাতালে ডা. জিকলি’র তত্ত্বাবধায়নে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।
এর আগে সন্তান সম্ভবা হিসাবে গত ২৬শে ডিসেম্বর এ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাত সন্তান সুস্থ আছেন। প্রথমবারের মতো মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসপাতালে উপস্থিত আত্মীয়-স্বজনদের কাছে শাবনূর বলেন, এ এক অন্যরকমের সুখ। যার রূপ ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না।
শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বোন ঝুমুর ও তার স্বামী সার্বক্ষণিক শাবনূরের সঙ্গে রয়েছেন। আর শাবনূরের স্বামী অভিনেতা ও ব্যবসায়ী অনীক এ মুহূর্তে  অবস্থান করছেন বাংলাদেশে। অনীক বলেন, খুব ইচ্ছে ছিল সন্তানের জন্মের সময় পাশে থাকবো। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে যেতে পারি নি। তাই মনটা খুব খারাপ ছিল। সবার কাছে দোয়া চাই যেন মা ও ছেলে সুস্থ থাকে।
জানা যায়, কিছুদিনের মধ্যে শাবনূরের বোন ঝুমুরেরও বাচ্চা হবে। তাই তাদের পরিবারের সবার মধ্যে বেশ ভাললাগা কাজ করছে।
উল্লেখ্য, শাবনূর ও অনীক বজলুর রাশেদ চৌধুরীর পরিচালনায় ‘বধূ তুমি কার’ ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন। সেখান থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ২০১১ সালে বিয়ে করেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button