সিলেট মহানগর আমীর এডভোকেট জুবায়েরের মুক্তি লাভ

তিনদিন কারাভোগের পর রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। গত ২২ জুলাই শিবিরের একটি শান্তিপূর্ণ মিছিলে কোতোয়ালি থানার সদ্য বরখাস্তকৃত ওসি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অতর্কিত হামলা চালায়। সিলেটের সুধীমহলকে অবাক করে রাতে আবার পুলিশ এ মামলা দায়ের করে। এই মামলায় এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে আসামি করা হয়। গত ৭ আগস্ট বৃহস্পতিবার উচ্চ আদালতের নির্দেশে এডভোকেট জুবায়ের সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি ওইদিনই সিলেট মহানগর দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত শুনানীর জন্য ১০ আগস্ট রোববার দিন ধার্য করেন। গতকাল রোববার সিলেট জেলা বারের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবীরা উপস্থিত হয়ে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। গতকাল বিকেলেই তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। মুক্তি লাভের পর তিনি মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়ার পাশাপাশি তার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button