লন্ডনে ইফতার মাহফিলে বক্তাগণ : দ্বীনি শিক্ষা বিস্তারে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে

ইউ কে এর মিডল্যান্ডস-এ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন ভবন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্যে মিডল্যান্ডস-এর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ নিয়ে গত ২৩ জুলাই (মঙ্গলবার) বিকেলে বার্মিংহামের অস্টন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার ইকবাল ব্যাংকুয়েটি হলে নতুন প্রজেক্টর ডেভেলপমেন্ট কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাছির আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তরা বলেন, লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স আধুনিকতা ও জাগতিকতার সমন্বয়ে দ্বীনি শিক্ষা বিস্তারে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ প্রতিষ্ঠান গ্রেট ব্রিটেনে সঠিক আক্বিদাওয়ালা আলেম-ওলামা, হাফেজ ও ক্বারীসাব তৈরীসহ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি গড়ে তুলবে। বক্তারা বলেন, শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর দীর্ঘদিনের লালিত আশা মিডল্যান্ডস-এ প্রতিষ্ঠিত হচ্ছে একটি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ। জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনের নতুন ভবন “লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স” প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩১ জুলাই ২২ রামাদান বুধবার বিকাল ৫টা থেকে সারা রাত ব্যাপী চ্যানেল আইতে (৮৪৪) লাইভ ফান্ড রাইজিং হবে। এতে সকলকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান  জানানো হয়েছে।
নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ গাবরু মিয়ার পরিচালনায় ও চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহের যুগ্ম মহাসচিব মাওঃ এম. এ কাদির আল হাসান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্যান্ডয়েল কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আহমেদুল হক এমবিই।
নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওঃ মো. হুসাম উদ্দিন আল-হুমাইদির পবিত্র কোরআন শরীফ তেলওয়াতের মাধ্যমে সূচিত মাহফিলে উপস্থি ছিলেন বার্মিংহাম কাউন্সিলের কাউন্সিলর জিয়াউল হক, টিপটন জালালিয়া এডুকেশনাল ইনস্টিটিউশনএর প্রিন্সিপাল মাওঃ রফিক আহমদ, গভর্নিং বডির চেয়ারম্যান মো. মন্তাজ আলী, নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মো. খুরশেদ-উল-হক, বিশিষ্ট কমউিনিটি নেতা ফরহাদ আহমদ চৌঃ, এমবিই, মাওঃ রুকনুদ্দীন আহমদ, ক্যাশিয়ার সাজান আহমদ, মো. সাহাব উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button