সিলেটে ১৮ দলের মিছিলে পুলিশের গুলি : বিএনপি নেতাসহ আহত ১০

Sylhetসিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বরে ১৮ দলের অবরোধ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্প্রিন্টারবিদ্ধ হয়েছেন এক বিএনপি নেতা। আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টার দিকে নগরীর কদমতলী পয়েন্টে সমবেত হন ১৮ দলের নেতাকর্মীরা। সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে সিলেট মহানগর ১৮ দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সদস্যসচিব হাফিজ আব্দুল হাই হারুন, বিএনপি নেতা নাসিম হোসাইন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: সায়েফ আহমদসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলটি হুমায়ুন রশিদ চত্বর ঘুরে আবার কদমতলীর দিকে রওনা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা পুলিশকে ল্য করে ইটপাটকেল নিপে করে। একপর্যায়ে পুলিশ মিছিল ল্য করে ৫ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে। এ সময় স্পিøন্টারবিদ্ধ হয়ে আহত হন মহানগর বিএনপি নেতা ললীত আহমদ চৌধুরী। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে আহত হন আরো পাঁচ-ছয়জন। পরে মিছিলকারীরা ঝালোপাড়া সড়ক হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
দণি সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, মিছিল ও সমাবেশে ১৮ দলের কর্মীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button