যুক্তরাষ্ট্রের সরকারি ডাটাবেজ থেকে ৫৬ লাখ ফিঙ্গার প্রিন্ট চুরি

Fingerprintমার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি নেটওয়ার্ক থেকে সরকারি কর্মচারীদের ফিঙ্গার প্রিন্ট সংশ্লিষ্ট প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে হ্যাকাররা। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিমাণ তথ্য তারা চুরি করেছে বলে প্রথম ধারণা করা হয়েছিল তার থেকে অনেক বেশি তথ্য চুরি গেছে।
হোয়াইট হাউজ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পারসোনাল ম্যানেজমেন্ট অফিস থেকে প্রায় ৫৬ লাখের বেশি ফিঙ্গার প্রিন্ট রেকর্ড চুরি গেছে। প্রথম একটি তদন্তে যদিও বলা হয়েছিল ১১ লাখ ফিঙ্গার প্রিন্ট রেকর্ড চুরি গেছে।
পারসোনাল ম্যানেজমেন্ট অফিস যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করে। তাদের ডাটাবেজে প্রায় ২ কোটি ১৫ লাখ ফেডারেল কর্মীর তথ্য সংরক্ষণ করে রাখা হয়। এ ঘটনায় পারসোনাল ম্যানেজমেন্ট অফিসের প্রধান ক্যাথেরিন আরচুলেটা পদত্যাগ করেন।
হ্যাকারদের এই সাইবার হামলার কথা জানা যায় ২০১৫ সালের এপ্রিল মাসে। দেখা যায়, হামলাকারীরা সরকারি কর্মচারীদের ফিঙ্গার প্রিন্ট, আইডি, স্বাস্থ্য, অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি হাতিয়ে নিয়েছে সেখান থেকে।
ম্যানেজমেন্ট অফিস যদিও চুরির পর জানানো হয়েছিল যে ঐ তথ্য দিয়ে কোন অপরাধ সংগঠনের ঝুঁকি কম, কিন্তু তারপরও পরিচয় নিরাপত্তা ঝুঁকি রয়েই গেছে। কারণ ঐ তথ্যগুলো ব্যবহার করে হ্যাকাররা যেমন পারবে সরকারি কর্মীদের ব্ল্যাকমেইল করতে, তেমনি তাদের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে বিভিন্ন সংস্থায়ও সাইবার হামলা চালাতে পারবে তারা।
চুরি যাওয়া তথ্য কি কি উপায়ে সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে সে ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি মিলে একটি তদন্ত কমিটি করে হিসেব-নিকেশ করেছে। তারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছে। কিন্তু হ্যাকাররা ঠিক কোন প্রক্রিয়ায় ঐ তথ্যগুলো ব্যবহার করতে পারে সে ব্যাপারে ধারণা করা সম্ভব মাত্র। ফলে নিরাপত্তা ঝুঁকি রয়েই যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button