২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় নির্বাচন

Rakibচতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফা ঘোষণা কারার পর এবার ২য় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলা পরিষদের নির্বচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
সিইসি বলেন, দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়রি। যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এবারের উপজেলা নির্বাচনেও প্রতিবারের মতো সেনাবাহিনী থাকবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে প্রস্তাবিত উপজেলা নির্বাচনের ৬টি ধাপ হলো- প্রথম ধাপ-১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপ-২৭ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ-১৫ মার্চ, ৪র্থ ধাপ-২৫ মার্চ, ৫ম ধাপ-৩১ মার্চ ও ৬ষ্ঠ ধাপ-৩ মে।
প্রসঙ্গত, এছাড়া ১৫ মার্চ ৭৪ উপজেলা, ২৫ মার্চ ৭২ উপজেলা, ৩১ মার্চ ৬৫ উপজেলা ও ৩ মে ৫৭ উপজেলা নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মেয়াদ শেষ অনুযায়ী দ্বিতীয় ধাপে নির্বাচন হতে যাওয়া ১১৭টি উপজেলা হলোঃ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা, বগুড়া জেলার আদম দিঘী, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাটোর জেলার সদর উপজেলা, সিরাজগঞ্জ জেলার তাড়াশ, মেহেরপুর জেলার মুজিবনগর, নেত্রকোণা জেলার বারহাট্রা, মানিকগঞ্জ জেলার হরিরামপুর, ফরিদপুর জেলার বোয়ালমারি, গোপালগঞ্জ জেলার সদর উপজেলা, বান্দরবান জেলার রুমা, টাঙ্গাইল জেলার সখিপুর, জামালপুর জেলার ইসলামপুর, ঢাকা জেলার সাভার, ফেনী জেলার পরশুরাম, নোয়াখালী জেলার চাটখোল, কক্সবাজার জেলার মহেশখালী, নীলফামারী জেলার কিশোরগঞ্জ, লালমনিরহাট জেলার হাতীবান্দা, গাইবান্ধা জেলার পলাশবাড়ী, জয়পুরহাট জেলার কালাই, বগুড়া জেলার কাহালু, কুষ্টিয়া জেলার খোকসা ও মিরপুর, মাগুরা জেলার শালিখা, নেত্রকোনা জেলার খালিয়াজুরী, ঢাকা জেলার কেরানীগঞ্জ, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া, চাঁদপুর জেলার সদর, ফরিদগঞ্জ, কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, বান্দরবান জেলার রোয়াংছড়ি, দিনাজপুর জেলার চিরিরবন্দর, ঘোড়াঘাট, নওগাঁ জেলার সদর, ফরিদগঞ্জ, নাটোর জেলার লালপুর, পাবনা জেলার চাটমোহর ও ভাংগুড়া, খুলনা জেলার ডুমুরিয়া, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, নরসিংদি জেলার শিবপুর, চাঁদপুর জেলার মতলব(দ:), চট্টগ্রাম জেলার পটিয়া, খাগড়াছড়ি জেলার লীছড়ি, রাঙামাটি জেলার ননিয়ার চর, ঠাকুরগাঁও জেলার রাণীশংকাইল, দিনাজপুর জেলার বীরগঞ্জ, লালমনিরহাট জেলার পাটগ্রাম, কুড়িগ্রাম জেলার রাজারহাট, নওগাঁ জেলার সদর, রাজশাহী জেলার বাঘা,   সাতীরা জেলার শ্যামনগর, পিরোজপুর জেলার কাওখালী, নেত্রকোনার পূর্বধলা, মানিকগঞ্জ জেলার সদর থানা, মুন্সিগঞ্জ জেলার সদর, ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট।
ব্রহ্মনবাড়ীয়া জেলার সরাইল, নোয়াখালী জেলার সদর ও কবিরহাট, জয়পুরহাট জেলার তেলাল, মেহেরপুর জেলার গাংনি, যশোর জেলার বাঘারপাড়া ও শার্শা, বরিশাল জেলার সদর, জামালপুর জেলার বকশীগঞ্জ, ফরিদপুর জেলার সালথা, সিলেট জেলার বালাগঞ্জ, কুমিল্লা দেবীদ্বার, চাঁদপুরের হাইমচর, চট্টগ্রামের লোহাগড়া, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগি, রংপুর জেলার বদরগঞ্জ, নাটর জেলার গুরুদাসপুর, কুষ্টিয়া জেলার কুমারখালী, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, রাঙ্গামাটি জেলার কাপ্তাই, দিনাজপুর জেলার বিরামপুর, কুড়িগ্রাম জেলার নগেশ্বরি, যশোর ঝিকরগাছা, ভোলা বোরহানউদ্দিন, জামালপুর জেলার মেলান্দহ, শেরপুর জেলার ঝিনাইগাতী, ময়মনসিংহের ভালুকা, মাদারীপুর জেলার শিবচর, কুমিলা জেলার মনোহারগঞ্জ ও লাকশাম, চাদপুর জেলার মতলব (উ:), নোয়াখালী জেলার কম্পানীগঞ্জ, বান্দরবান জেলার লামা, লালমনিরহাট সদর, কুড়িগ্রামের রাজিবপুর, নওগাঁর বদলগাছি, নাটর জেলার বাগাতী পাড়া, যশোরের চৌগাছা, বাগেরহাটের ফকিরহাট, ভোলা চরফ্যাশন, পিরোজপুর জেলার নাজিরপুর,  নেত্রকোনা জেলার কলমাকান্দা, ফরিদপুরের নগরকান্দা, সুনামগঞ্জ জেলার সদর, ফেনী জেলার সদর, জয়পুরহাটের সদর, বগুড়া জেলার শাজাহানপুর ও শিবগঞ্জ, নওগাঁ জেলার আত্রাই ও সাপাহার, ঝিনাইদাহ জেলার মহেশপুর, মাগুরা জেলার মোহাম্মদপুর, মাদারীপুর জেলার রাজৈর, বান্দরবানের থানছি, বাগেরহাট জেলার কচুয়া, ময়মনসিংহের সদর, সুনামগঞ্জ জেলার দিরাই এবং নোয়াখালী জেলার সোনইমুড়ি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button