চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন

বিএনপি ২৩ আ.লীগ ৫৩ জামায়াত ৫ অন্যান্য ৭

ECচতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৯১ উপজেলায় মধ্যে ৮৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ফলাফল স্থগিত রয়েছে ৩ উপজেলার। এর মধ্য বিএনপি সমর্থিত প্রার্থী ২৩, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ৫৩টি, জামায়াত সমর্থিত প্রার্থী ৫টি, অন্যান্য ৭টিতে বিজয়ী হয়েছে।
নিচে বিজয়ীদের নাম ও উপজেলা :
ঢাকা বিভাগ
ঢাকা : ধামরাইয়ে তমিজ উদ্দীন (বিএনপি)।
কিশোরগঞ্জ : ভৈরবে গিয়াস উদ্দিন (বিএনপি),  মিঠামাইনে আ. শহীদ ভুঞা, ইটনায় চৌধুরী কামরুল হাসান, কটিয়াদীতে আ. ওয়াদুদ (আ.লীগ), তাড়াইলে কামালউদ্দিন (জাপা)।
শেরপুর : নালিতাবাড়িতে মোখলেসুর রহমান (বিএনপি)।
নেত্রকোনা : মদনে এমএ হাশেম (বিএনপি)।
টাঙ্গাইল : মধুপুরে সারোয়ার আলম, কালিহাতিতে মাজহারুল ইসলাম ঠান্ডু, ভুঞাপুরে আ. হালিম (আ.লীগ), নাগরপুরে আ. সামাদ দুলাল (বিএনপি)।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম : রাউজানে এহসানুল হক, বোয়ালখালীতে আতাউল হক, আনোয়ারায় তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়ায় মো. আলী শাহ (আ.লীগ), বাঁশখালীতে জহিরুল ইসলাম ও সাতকানিয়ায় জসিমউদ্দিন (জামায়াত)।
নোয়াখালী : বেগমগঞ্জে আ. রহিম (বিএনপি)।
বি.বাড়িয়া : নাসিমনগরে মনিরুজ্জামান সরকার (আ.লীগ), আখাউড়ায় মুসলিমউদ্দিন (বিএনপি)।
কুমিল্লা : মেঘনায় আ. সালাম (আ.লীগ)।
ফেনী : ফুলগাজীতে একরামুল হক, সোনাগাজীতে নাজিম ওসমানী (আ.লীগ)।
বান্দরবান : নাইক্ষাছড়িতে তোফায়েল আহমদ (জামায়াত)।
কঙবাজার : রামুতে আহমেদুল হক চৌধুরী (বিএনপি)।
রাঙ্গামাটি : জোড়াছড়িতে উদয় জয় চাকমা  (জেএসএস)।
চাঁদপুর : শাহরাস্তিতে দেলোয়ার হোসেন মিয়াজী (বিএনপি)।
খুলনা বিভাগ
খুলনা : বালিয়াডাঙ্গায় আশরাফুল আলম, তেরখাদায় শরফউদ্দিন বিশ্বাস বাচ্চু, বটিয়াঘাটায় আশরাফুল ইসলাম, ফলতলায় এসএম আকরাম, রূপসায় কামালউদ্দিন (আ.লীগ)।
সাতক্ষীরা : কলারোয়ায় ফিরোজ আহমেদ স্বপন (আ.লীগ)।
ঝিনাইদহ : হরিণাকুন্ডুতে এম এ মজিদ (বিএনপি)।
যশোর : সদরে শাহীন চাকলাদার, কেশবপুরে আমির হোসেন (আ.লীগ)।
চয়াডাঙ্গা : জীবননগরে আবু মো. আ. লতিফ, দাকোপে শেখ আবুল হাশেম (আ.লীগ)।
কুষ্টিয়া : দৌলতপুরে ফিরোজ আল মামুন (আ.লীগ)।
রাজশাহী বিভাগ
রাজশাহী : তানোরে ইমরান আলী (বিএনপি)।
বগুড়া: গাবতলীতে মোর্শেদ মিল্টন (বিএনপি)।
সিরাজগঞ্জ : চৌহালিতে আব্দুল্লাহ আল মামুন (বিএনপি)।
জয়পুরহাট: পাঁচবিবিতে মোস্তাফিজুর রহমান (জামায়াত)।
পাবনা : ফরিদপুরে খলিলুর রহমান (আ.লীগ)।
নাটোর : বড়াইগ্রামে একরামুল আলম (বিএনপি)।
সিলেট বিভাগ
সিলেট : সদরে আশফাক আহমদ (আ.লীগ), কানাইঘাটে আশিক চৌধুরী (বিএনপি)।
সুনামগঞ্জ : সাল্লায় গনেন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশায় মোতালেব খান (বিএনপি)।
হবিগঞ্জ : সদরে সৈয়দ আহমেদুল হক (স্বতন্ত্র), লাখাইয়ে মুশফিউল আলম আজাদ, নবীগঞ্জে আলমগীর চৌধুরী, আজমিরীগঞ্জে আতর আলী মিয়া (আ.লীগ)।
মৌলভীবাজার : সদরে মিজানুর রহমান (বিএনপি), কমলগঞ্জে রফিকুর রহমান, শ্রীমঙ্গলে রণধীর কুমার দেব (আ.লীগ)।
বরিশাল বিভাগ
বরিশাল : বানারিপাড়ায় গোলাম ফারুক (আ.লীগ)।
ভোলা : মনপুরায় সেলিনা আক্তার চৌধুরী, তজুমদ্দিনে আহমেদ জসীম, দৌলতখানে মঞ্জুর আলম খান (আ.লীগ)।
বরগুনা : বেতাগীতে শাহজাহান কবীর (বিএনপি)।
পিরোজপুর : জিয়ানগরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী (জামায়াত), মঠবাড়িয়ায় আশরাফুর রহমান (আ.লীগ), ভান্ডারিয়ায় আতিকুল ইসলাম উজ্জ্বল  (জেপি), উজিরপুরে হাফিজুর রহমান (আ.লীগ)।
ঝালকাঠি : সদরে সুলতান হোসেন, কাঠালিয়ায় ফারুক শিকদার, রাজাপুরে মনিরুজ্জামান মনি, নলছিটিতে লষ্কর ইউনুস (আ.লীগ)।
পটুয়াখালী : সদরে তারেকুজ্জামান মনির, মির্জাগঞ্জে আবু বকর (আ.লীগ)।
রংপুর বিভাগ
ঠাকুরগাঁও : পীরগঞ্জে জিয়াউল ইসলাম (বিএনপি)।
দিনাজপুর : ফুলবাড়ীতে খোরশেদ আলম (বিএনপি), বোচাগঞ্জে ফরহাদ হোসেন (আ.লীগ)।
এক নজরে ৯১টি উপজেলা: ঢাকার ধামরাই, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, ফরিদপুর, ঝিনাইদহের হরিণাকুণ্ড, নড়াইলের নড়াইল সদর, খুলনার তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, দাকোপ ও ফুলতলা, পিরোজপুর সদর, ভাণ্ডারিয়া, মঠবাড়ীয়া ও জিয়ানগর, টাঙ্গাইলের কালিহাতি, মধুপুর, নাগরপুর ও ভুয়াপুর, হবিগঞ্জের সদর, নবীগঞ্জ, আজমিরিগঞ্জ ও লাখাই, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর তানোর, বাগমারা ও পুঠিয়া, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালীর সদর, দুমকী, বাউফল, গলাচিপা ও মির্জাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নাসিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, যশোরের সদর ও কেশবপুর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাট মোল্লারহাট ও চিতলমারী,  ভোলার তজুমুদ্দিন, দৌলতখান ও মনপুরা, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানরীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি, সিলেট সদর ও কানাইঘাট, চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, সাতকানিয়া ও আনোয়ারা, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাগঞ্জের চৌহালী, মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও কমলগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, শেরপুরের নালিতাবাড়ী, মুন্সীগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শাল্লা ও ধর্মপাশা, চুয়াডাঙ্গার জীবননগর, ঝালকাঠী সদর, কাঠালিয়া, নলসিটি ও রাজাপুর, বগুড়ার গাবতলী, নেত্রকোণা মদন, কিশোরগঞ্জ ভৈরব, ইটনা, মিঠামাইন, তাড়াইল ও কটিয়াদি, বরগুনার বেতাগী, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, বান্দরবানের নাইখাংছড়ি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button