৬৬ বছর পর ৭৫ বিঘা জমি ফেরত পেল বাংলাদেশ

Landদীর্ঘ ৬৬ বছর পর ভারতের দখলে থাকা ৭৫ বিঘা জমি ফেরত পেল বাংলাদেশ। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ঐ জমিতে হিন্দু ও সাওতাল সম্প্রদায়ের মানুষ বসবাস করত। ১৯৪৯ সালে তারা দেশ ত্যাগ করে। এরপর থেকে ঐ জমি ভারত ভোগ দখল করতে থাকে।
২০১৩ সালের মার্চে বিজিবির- ৬ ব্যাটালিয়ন দায়িত্ব গ্রহণের পর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান অপদখলীয় জমি উদ্ধারের উদ্যোগ নেন। তিনি জানান, ওই জমির অবস্থান হচ্ছে ৬১/ ৩ নম্বর পিলার হতে ৬১/৯ সীমান্ত পিলার পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে। ১৯৬২ সালে ভূমি রের্কডে এ জমির ৬৫ বিঘা বাংলাদেশ সরকারের নামে এক নম্বর ক্ষতিয়ান ভুক্ত হয়। ১০ বিঘা ব্যক্তি নামে রের্কড হয়।
এ জমি উদ্ধারের জন্য বিএসএফ, প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও আলাপ-আলোচনা শুরু করা হয়। প্রায় এক বছর চেষ্টার পর গত ৬ জুন ও ২৯ জুন বিজিবি অপদখলীয় জমি বাংলাদেশের দখলে নেয়। আড়াই লাখ টাকা ব্যয়ে এ জমি উন্নয়ন করা হয়েছে। সেখানে ধ্ঞ্চা ও অড়হর গাছ লাগানো হয়েছে। এ জমিতে এলাকার প্রকৃত ভুমিহীনদের পূর্ণবাসনের উদ্যোগ নেয়া হয়েছে বলে বিজিবির চুয়াডাঙ্গা- ৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে শনিবার প্রেস ব্রিফিং – এ জানানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button