ব্রিটিশ সেনাবাহিনীতে নারী ধর্ষণ সর্বোচ্চ পর্যায়ে

ব্রিটিশ সেনাবাহিনীতে নারী সৈনিকদের ধর্ষণের ঘটনা যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত তিন বছরে আড়াই’শর বেশি নারী ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ধর্ষণের শিকার হয়েছেন। ডেইলি স্টার সানডে এ তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলছে, গত বছর অন্তত ১৩০ নারী যারা মূলত সৈনিক তারা ধর্ষণের কবলে পড়েন। তার মানে প্রতি দুই দিনে একজন ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হচ্ছেন। গত বছর ধর্ষণের অভিযোগের পর ব্রিটিশ সেনাবাহিনীতে ৭৭টি তদন্ত শুরু হয়, ২০১৫ সালে এ সংখ্যা ছিল ৬০টি।

ধর্ষণ নিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে তদন্তের সংখ্যাও ৫০ শতাংম বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে যেখানে এধরনের ২০টি তদন্ত হয় সেখানে ২০১৭ সালে তা বৃদ্ধি পায় ২৯টিতে। সেনাবাহিনীর একটি শীর্ষ সূত্র বলছে যৌন অপরাধ এখন এক প্রধান সংকট হয়ে দেখা দিয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর বিচার ব্যবস্থায় এর এক গুরুতর প্রভাব পড়ছে। -আমাদেরসময়.কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button