আইএসের অনলাইন কার্যক্রম বন্ধে ইউরোপোল

Europolইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন সব অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং তা বন্ধ করার জন্য ইউরোপে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এখন থেকে ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল ‘বেনামি’ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে কাজ করবে এসব অ্যাকাউন্ট খুঁজে বের করতে। তাদের লক্ষ্য নতুন অ্যাকাউন্ট খোলার ২ ঘণ্টার মধ্যে তা বন্ধ করে দেয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানানো হয়, টুইটারে আইএসের সঙ্গে যোগসাজশ রয়েছে এমন অন্তত ৪৬ হাজার অ্যাকাউন্ট রয়েছে। যেগুলো তাদের নতুন সদস্য সংগ্রহের কাজে সাহায্য করে। তবে ব্রুকলিন ইন্সটিটিউট ইন ওয়াশিংটনের বিশ্লেষকরা বলছেন, আইএসের সঙ্গে যোগসাজশ রয়েছে টুইটারে এমন অ্যাকাউন্ট রয়েছে ৯০ হাজারের বেশি। এসব অ্যাকাউন্ট দিয়ে আইএস জঙ্গি ভাড়া না করে সরাসরি নিয়োগ করা হয়। ইউরোপেলের ধারণা, বৃটেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের ৫০০০ হাজার নাগরিক আইএস নিয়ন্ত্রিণ এলাকায় গেছে লড়াইয়ের জন্য। ইউরোপোলের পরিচালক রব ওয়েনরিট বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন এ দলটি কাজ করা শুরু করবে। তিনি আরও বলেন, ‘তবে সব অ্যাকাউন্ট খুঁজে বের করা একটি বড় কাজ।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button